Advertisment

Junaid Khan: 'তারপর সারারাত ও আমায়..', বোন ইরার বর নূপুরের সঙ্গে বিছানায় এ কী কাণ্ড করলেন জুনায়েদ?

Junaid khan: এক আলাপচারিতায় জুনায়েদ বলেন, 'আমার বোনের সঙ্গে আমার একটাই কথা হয়েছিল, তুমি যাকে খুশি ডেট করতে পারো, কেবল তাঁকে বাড়িতে এসে আমার সঙ্গে মদের প্রতিযোগিতা করতে হবে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
junaid khan-ira

junaid khan-ira: ইরার বরের সঙ্গে কী কাণ্ড করেছিলেন জুনায়েদ? Photograph: (ফাইল চিত্র )

Junaid Khan-Ira: ২০২৪ সালে দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরেকে বিয়ে করেন ইরা খান। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে ইরার ভাই জুনায়েদ খানের সামনে পরীক্ষা দিতে হয় নূপুরকে। জুনায়েদ সম্প্রতি শেয়ার করেছেন যে তাঁর বোন আজ অবধি যার যার সঙ্গে প্রেম করবেন বলে ভেবেছেন, তাঁদের সবাইকে নিয়ে সমস্যা ছিল তাঁর। কী এমন চুক্তি করেছিলেন তিনি বোনের সঙ্গে? 

Advertisment

ছেলেদের বাড়িতে আমন্ত্রণ জানানো হত এবং জুনায়েদের সাথে মদ্যপানের খেলায় অংশ নিতে হত। তিনি ভাগ করে নিয়েছিলেন যে এটি একটি পরীক্ষা ছিল, যাতে তার বোন মাতাল অবস্থায় লোকটিকে তার সবচেয়ে দুর্বল অবস্থায় দেখতে পারে এবং সে তার সাথে প্রেম করতে চায় কিনা তা নিজেই সিদ্ধান্ত নিতে পারে। আর নূপুরকেও একই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে।

এক আলাপচারিতায় জুনায়েদ বলেন, 'আমার বোনের সঙ্গে আমার একটাই কথা হয়েছিল, তুমি যাকে খুশি ডেট করতে পারো, কেবল তাঁকে বাড়িতে এসে আমার সঙ্গে মদের প্রতিযোগিতা করতে হবে। নিয়ম থাকবে, আমরা দুজনেই প্রতি ১৫ মিনিটে একটি করে শট নেব। এবং যদি কেউ শট নিতে না পারে, বা বমি করে, তবে সে হেরে যাবে। যতক্ষণ না তারা আমাকে মদ্যপানের প্রতিযোগিতায় পরাজিত করে, ততক্ষণ সবকিছু ঠিক আছে। আমার বোনের সাথে আমার বরাবরই এই চুক্তি ছিল। আসলে, আমার মতে ওর তাদের মাতাল অবস্থায় দেখা উচিত। তাই অনেক বয়ফ্রেন্ড এসেছে আমার বোনের জীবনে। আচ্ছা, কয়েকজন বয়ফ্রেন্ডকে তো হাতুড়ি পেটা করা হয়েছিল।" 

আরও পড়ুন -  Mamta Kulkarni: নাম জড়িয়েছিল ড্রাগস কেসে, মমতা সন্ন্যাস নিতেই সনাতনের অপমান মেনে নিতে পারছেন না সাধুসন্তরা?

Advertisment

সাক্ষাৎকার গ্রহণকারী যখন জিজ্ঞাসা করেন যে নূপুর তাকে হারাতে পেরেছিলেন কিনা, অভিনেতা দ্রুত উত্তর দিয়েছিলেন "হ্যাঁ"। জুনায়েদ বলেছিলেন যে নূপুর জানতেন কখন মদ খাওয়া বন্ধ করতে হবে, তাই জুনায়েদ তাকে জিততে দিয়েছিলেন তবে তারপরে যা ঘটেছিল তা বেশ অপ্রত্যাশিত ছিল। বোনের কারণে, যা যা ঘটেছিল। জুনায়েদ বলেন,  "ইরা এটির একটি ভিডিও তুলেছিল এবং সেটা খুব মিষ্টি ছিল। আমি আর নুপুর, দুজনে বাথরুমে বাকিটা রাত কাটিয়ে দিলাম। ইরা আমাদের পাশেই ছিল। তারপর?

যা বললেন জুনায়েদ, শুনলে না হেসে উপায় নেই। ভগ্নিপতি-শালার মধ্যে এহেন কিছু হবে, ভাবা যায়? জুনায়েদ হাসতে হাসতে বলেন, "আমি নূপুরকে তুলে বিছানায় শুইয়ে দিলাম, তারপর সারারাত ও আমাকেই আদর করে কাটিয়ে দিল। যেহেতু, আমার বিছানায় শুয়েছিল, কী না কী ভাবছিল কে জানে।" 

 

bollywood Bollywood Actor ira khan ira-khan-wedding
Advertisment