Aamir Khan Hospital: বেঙ্গালুরু নিবাসী মহিলার সঙ্গে প্রেমচর্চার মাঝেই..., হাসপাতালের বাইরে 'টেনশন'-এ আমির

Aamir Khan: প্রেমের গুঞ্জনের মাঝেই চেন্নাোইয়ের হাসপাতালে আমির খান। সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amir khan, aamir khan laal singh chaddha, bollywood boycott, laal singh chaddha boycott, bollywood film, aamir khan kareena kapoor, আমির খান, লাল সিং চাড্ডা, বয়কট লাল সিং চাড্ডা, বয়কট বলিউড, আমির খান করিনা কাপুর খান, Indian Express Entertainment News, Bengali News today

বেঙ্গালুরু নিবাসী মহিলার সঙ্গে প্রেমচর্চার মাঝেই. হাসপাতালে আমির

Aamir Khan News:বেঙ্গালুরু নিবাসী মহিলার সঙ্গে প্রেমের গুঞ্জন। তার মাঝেই চেন্নাইয়ের হাসপাতালে ছুটলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট! তবে চর্চিত প্রেমিকার কারনে নয়, বৃদ্ধা মা কে নিয়ে হাসপাতালে গিয়েছেন আমির খান। জিনাত হুসেনের বয়স ৯২ । মিডিয়া রিপোর্ট মোতাবেক, তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল নেই। যদিও আনুষ্ঠানিকভাবে খান পরিবারের তরফে কিছু জানানো হয়নি।

Advertisment

আবার এমনটাও শোনা যাচ্ছে, রুটিন চেক-আপের জন্যই মাকে নিয়ে হাসপাতালে এসেছেন আমির খান। গত বছর এপ্রিলে মা জিনাত হুসেনকে নিয়ে হাসপাতালে এসেছিলেন আমির খান। সেই সময় তিনি বেশ অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য চেন্নাইয়ে  নিয়ে আসা হয় তাঁকে। মায়ের জন্য আমির খানও এখন সেখানেই থাকছেন। 

প্রসঙ্গত, ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন আমিরের মা। তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময়ের মিডিয়া রিপোর্ট মোতাবেক, দিওয়ালিতে আমিরের সঙ্গে পঞ্চগনির বাড়িতে ছিলেন তাঁর মা জিনাত হুসেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত মুম্বই নিয়ে আসা হয়েছিল। সম্প্রতি আমির তাঁর পুত্র জুনায়েদের ডেবিউ ছবির প্রচারে খুব ব্যস্ত ছিলেন। 

গত মাসে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়েরও আয়োজন করেছিলেন।  সেখানে উপস্থিত ছিলেন বলিউডের কিংবদন্তী অভিনেত্রী রেখা, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র থেকে সতীর্থ শাহরুখ খান, রণবীর কাপুরস আলিয়া সহ অনেকেই। আমির খানকে শেষ দেখা গিয়েছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত লাল সিং চড্ডায়। মুক্তির অপেক্ষায় তারে জমিন পর-এর সিক্যোয়েল সিতারে জমিন পর।

Advertisment

উল্লেখ্য, জুনায়েদের বলিোউডে অভিষেকের কারনে অন্যদিকে ৬০ ছুঁই ছুঁই আমিরের মনে নতুন প্রেমের বসন্ত লাগার গুঞ্জনে চর্চায় রয়েছেন আমির। রেহা চক্রবর্তীর পডকাস্টে তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছলেন আমির খান। তাঁর মতে, 'এখন আমার বয়স ৫৯। এখন আবার বিয়ে করা খুব কঠিন। এই মুহূর্তে আমার জীবনে অনেকগুলো সম্পর্ক আছে। যেমন পরিবার, সন্তান প্রভৃতি। আমার কাছের মানুষদের নিয়ে আমি খুব সুখী।  আরও ভাল মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি।'

আরও পড়ুন: 'একা থাকতে পারি না', চর্চিত প্রেমিকার সঙ্গে শাহরুখ যোগ! তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আমির

bollywood movie aamir khan Bollywood News Bollywood Actor