কোনও অভিনেতার বাড়িতে পুলিশের উপস্থিতি সাধারণতই জনমানসে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বলিউড তারকা হলে তো কথাই নেই। তাৎক্ষণিকভাবে শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা, সন্দেহ ও গুজব। সম্প্রতি আমির খানের বান্দ্রার বাসভবনের সামনে পুলিশের গাড়ি ও একটি বিলাসবহুল বাসের ভিডিও ভাইরাল হওয়ার পরও ঠিক তেমনটাই ঘটেছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনেকে ধরে নেন অভিনেতা কোনও বিতর্কে জড়িয়ে পড়েছেন। তবে এ বিষয়ে আমির খানের টিম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে জানিয়ে দেয়, এতে ভয় পাওয়ার কিছুই নেই। অভিনেতার মুখপাত্র জানান, ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী ও সৌজন্যমূলক।
"আইপিএস অফিসাররা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন"
নিউজ ১৮-কে দেওয়া এক বিবৃতিতে আমির খানের টিম জানায়, “বর্তমান ব্যাচের কিছু আইপিএস প্রশিক্ষণার্থী অভিনেতার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। আমির খান সম্মান জানিয়ে তাঁদের নিজ বাসভবনে স্বাগত জানান।”
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একাধিক পুলিশের গাড়ি, একটি বাসকে ঘিরে অভিনেতার বিল্ডিং থেকে বেরিয়ে আসছে। এ থেকেই গুজবের সূত্রপাত। তবে অভিনেতার টিম স্পষ্ট করে জানিয়েছে, “বাসে থাকা সবাই প্রশিক্ষণরত আইপিএস অফিসার, যাঁরা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছিলেন।”
Sanghasri Sinha: 'আমাকে হট মনে হয়েছে বলেই তো ও বিয়ে করেছে', সাহসী …
আসলে, আমির খানের সঙ্গে আইপিএস প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎ নতুন ঘটনা নয়। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত, জন ম্যাথু ম্যাথান পরিচালিত সরফরোশ ছবিতে, তিনি এক আদর্শবাদী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। ছবিটি বহু তরুণ আইপিএস অফিসারের কাছে, অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছিল। সেই থেকেই আইপিএস অফিসারদের সঙ্গে এমন সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে চলেছেন তিনি।
'সিতারে জামিন পার'-এর সাফল্যে খুশি আমির
বর্তমানে আমির খান তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি 'সিতারে জামিন পার'- এর সাফল্য উপভোগ করছেন। স্পোর্টস কমেডি ড্রামা ঘরানার এই ছবি বিশ্বব্যাপী ইতিমধ্যেই ২৬৭ কোটি টাকার ব্যবসা করেছে, যার বাজেট ছিল আনুমানিক ৯০-১০০ কোটি। এই সাফল্য আমিরের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ থাগস অফ হিন্দোস্তান (২০১৮) ও লাল সিং চাড্ডা (২০২২)-এর ব্যর্থতার পর তিনি কার্যত ঘুরে দাঁড়িয়েছেন।
পরবর্তী ছবিতে আমির ও রজনীকান্ত একসঙ্গে
এবার দর্শকেরা আমির খানকে দেখতে পাবেন লোকেশ কানাগরাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত তামিল অ্যাকশন থ্রিলার কুলি (২০২৫)-তে, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।