Sanghasri Sinha: 'আমাকে হট মনে হয়েছে বলেই তো ও বিয়ে করেছে', সাহসী ফটোশুট প্রসঙ্গে সোজাসাপটা সঙ্ঘশ্রী

Bengali Actress Sanghasri Photoshoot: খোলামেলা ফটোশুটে ছক্কা হাঁকিয়েছেন সিনিয়ার স্টার সঙ্ঘশ্রী সিনহা মিত্র। মেঘলা দিনে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াতেই কী সার্টিফিকেট দিলেন অভিনেত্রীর স্বামী?

Bengali Actress Sanghasri Photoshoot: খোলামেলা ফটোশুটে ছক্কা হাঁকিয়েছেন সিনিয়ার স্টার সঙ্ঘশ্রী সিনহা মিত্র। মেঘলা দিনে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াতেই কী সার্টিফিকেট দিলেন অভিনেত্রীর স্বামী?

author-image
Kasturi Kundu
New Update
cats

সাহসী সঙ্ঘশ্রী

Sanghasri Sinha Mitra Bold Photoshoot: বাংলা সিরিয়াল ও সিনেমার অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র। দাপুটে অভিনয় বাঙালি দর্শকের মনে ছাপ ফেলে যায়। ছোট পর্দা থেকে বড় পর্দায়, সমান পারদর্শীতার সঙ্গে কাজ করেন সঙ্ঘশ্রী। রিল টু রিয়েল সাবেক সাজে সঙ্ঘশ্রীর সৌন্দর্যের তারিফ করে ভক্তরা। তবে সপ্তাহের প্রথম দিন সোমবার সোশ্যাল মিডিয়ায় সাদা-কালো আবহে একটি ছবি পোস্ট করে ছক্কা হাঁকালেন অভিনেত্রী। 'দেশি গার্ল' খোলস ছেড়ে একেবারে বোল্ড অ্যান্ড বিউটফুল অবতারে নিজেকে মেলে ধরলেন সঙ্ঘশ্রী। পরনে কালো অন্তর্বাসের উপর সাদা শার্ট, উন্মুক্ত বক্ষবিভাজিকায় মোহময়ী সঙ্ঘশ্রীর থেকে চোখ সরছে না ভক্তদের। এমন মায়াবি রূপের আগুনে যেন ঝলসে গেল কত না পুরুষ হৃদয়! 

Advertisment

আরও পড়ুন 'একটু ভাল কাজ করলেই...', ভাইরাল ভিডিও প্রসঙ্গে সাহেবের সাফাইয়ের পরই মুখ খুললেন সুস্মিতা

সঙ্ঘশ্রীকে সাধারণত এমন পোশাকে খুব একটা দেখা যায় না। তবে একটি ফটোশুটের জন্য 'অন্য' সঙ্ঘশ্রীকে ক্যামেরার সামনে মেলে ধরেছিলেন। এই ছবি দেখে চমকে গিয়েছেন অভিনেত্রীর মা, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সঙ্ঘশ্রী সিনহা বলেন, 'আমার কাছে পরিবারের মতামতের একটা গুরুত্ব অবশ্যই আছে। তবে সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে ভাবি না। এই ছবিটা দেখে মা তো একেবারে রেগে আগুন। তবে মাকে মানিয়ে নিয়েছি। শ্বশুরবাড়ির সদস্য বলতে আমার জা একটু নাক শিটকিয়েছে, কিন্তু বর বলেছে তোমাকে তো বেশ দেখতে লাগছে। এটাই আমার কাছে সেরা প্রাপ্তি। শ্বশুরমশাই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন, তবে এই ছবিটা যে পছন্দ হত না সেটা নিশ্চিত।'

Advertisment

বাস্তবে কেন শুধুই সাবেক সাজ? মাঝে মধ্যে নিজেকে বদলে ফেলতে ইচ্ছে করে না? সঙ্ঘশ্রীর স্পষ্ট জবাব, 'আমি বাস্তবজীবনে এই ধরনের খোলামেলা পোশাকে সত্যিই খুব একটা স্বচ্ছন্দ নই। তবে পেশাগত কারণে পরতে কোনও অসুবিধা নেই। এই ছবি ঘিরে তো নানা মুনি নান মত পোষণ করবে। আমি সেসব নিয়ে একেবারেই চিন্তিত নই। পুরুষরা কোনও পোশাক পরলে তো এত আলোচনা হয় না, মেয়েদের ক্ষেত্রেই যত নিয়মের বেড়াজাল। আমার স্বামীর ভাল লেগেছে এটাই আমার কাছে যথেষ্ট। সবচেয়ে বড় বিষয়, আমাকে হট লাগে বলেই তো ও বিয়ে করেছে (হাসি)। '

আরও পড়ুন 'এতদিনে বেবি এসে যাওয়ার কথা কিন্তু...', কোন বিশেষ কারণে যন্ত্রণা সহ্য করছেন মম টু বি অহনা?

 

Bengali News Sanghasri Sinha Mitra