Advertisment
Presenting Partner
Desktop GIF

'সব ভারতবাসী কাশ্মীর ফাইলস দেখুন', পণ্ডিতদের উপর অত্যাচার নিয়ে সমব্যাথী আমির

২০০ কোটি ব্যবসার পথে 'দ্য কাশ্মীর ফাইলস'! আমিরের মন্তব্যে শোরগোল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aamir Khan, The Kashmir Files, আমির খান, কাশ্মীর ফাইলস, কাশ্মীর ফাইলস দেখার আর্জি আমির খানের, বিবেক অগ্নিহোত্রী, Vivek Agnihotri, bengali news today

দ্য কাশ্মীর ফাইলস দেখার আর্জি আমির খানের

"সব ভারতবাসীর দ্য কাশ্মীর ফাইলস দেখা উচিত আর স্মরণ করা উচিত যে যখন কোনও মানুষের ওপর অত্যাচার হয়, তখন কেমন লাগে?", এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত সিনেমাকে বড়সড় সার্টিফিকেট দিলেন খোদ আমির খান (Aamir Khan)।

Advertisment

প্রসঙ্গত, রিলিজ করার পরই শোরগোল ফেলে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বিতর্ক-সমালোচনা পেরিয়ে বক্স অফিস ব্যবসায় এখনও দৌড়চ্ছে। সপ্তাহান্তের রিপোর্ট বলছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মোট আয় ১৬০ কোটি পেরিয়ে এবার ২০০ কোটির ক্লাবের পথে। সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ খোদ বিবেক আগ্নিহোত্রী পরিচালিত এই ছবির সাফল্যকে 'সুনামি' বলে আখ্যা দিয়েছেন। দেশে-বিদেশে এই সিনেমা দেখে চোখে জল নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরচ্ছেন দর্শকরা। তবে রাজনৈতিক শিবিরেও এই ছবি নিয়ে সমালোচনার অন্ত নেই। বিরোধী দলগুলোর কথায়, ‘দ্য কাশ্মীর ফাইলস’কে পুরোপুরি প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে গেরুয়া শিবির। আর এমন শোরগোলের মাঝেই আমির খানের একটা মন্তব্য যেন যজ্ঞে ঘৃতাহূতির মতো কাজ করল।

সম্প্রতি এসএস রাজামৌলীর বিগ বাজেট দক্ষিণী ছবি RRR-এর প্রচারে দিল্লিতে গিয়েছিলেন আমির খান। সেই অনুষ্ঠানের মাঝেই 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সাফল্য নিয়ে মুখ খোলেন মিস্টার পারফেকশনিস্ট। আমির জানান, "এটা ইতিহাসের এমন একটা অধ্যায়, যার কথা মনে করলেই আমার খুব কষ্ট হয়। কাশ্মীর উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। আর এমন বিষয়কে কেন্দ্র করে যখন কোনও সিনেমা তৈরি করা হয়, তখন সেটা প্রতিটা ভারতবাসীর দেখা উচিত। আর স্মরণ করা উচিত যে কোনও মানুষের উপর যখন এমন অকথ্য অত্যাচার হয়, তখন কেমন অনুভূতি হয়।"

<আরও পড়ুন: ‘ডিভোর্সি’কে বিয়েতে ভয়, দু-বার সইফের প্রস্তাব ফেরান করিনা>

এখানেই অবশ্য থামেননি 'লাল সিং চাড্ডা' অভিনেতা। পাশাপাশি তিনি এও যোগ করেন যে, "'দ্য কাশ্মীর ফাইলস' এমন একটা ছবি যেটা প্রতিটা দর্শকের হৃদয় স্পর্শ করেছে, যারা মানবতায় বিশ্বাসী। তাই আমি তো অবশ্যই এই ছবি দেখব। পাশাপাশি সিনেমার সাফল্যেও খুব খুশি হয়েছি।"

উল্লেখ্য, এদিন RRR-এর প্রচারে গিয়ে সেই সিনেমার সিনেমার তিন মুখ্য চরিত্র আলিয়া ভাট, রামচরণ, জুনিয়র এনটিআর-এর সঙ্গে 'নাতু নাতু' গানে পা মেলানোর চেষ্টা করেন আমির খান। যদিও এই ডান্স স্টেপ নকল করতে গিয়ে আমিরের নাজেহাল অবস্থা হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

aamir khan RRR Vivek Agnihotri The Kashmir Files bollywood Kashmiri Pandits Entertainment News
Advertisment