এবার করোনা হানা আমির খানের বাড়িতে। তাঁর বাড়ির একাধিক হাউজ স্টাফের দেহে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। লাল সিং চড্ডা অভিনেতা মঙ্গলবার বলেন, বাড়ির যাঁরা করোনা পজিটিভ তাদের প্রত্যেককে শীঘ্রই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। চিকিতসার ব্যবস্থাও করা হয়েছে।
একটি বিবৃতি পেশ করে আমির ধন্যবাদ জানিয়েছেন বিএমসির কর্মীদের। দ্রুত এবং পেশাদারীত্বের সঙ্গে তারা যে কাজ করেছেন তা প্রশংসনীয়। তিনি বলেন, ''আপনাদের জানাচ্ছি আমার বাড়ির কিছু হাউজ স্টাফ করোনা পজিটিভ। তাদের দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং বিএমসি আধিকারিকরা খুব তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করেছেন। তাদের এত ভাল পরিষেবার জন্য ধন্যবাদ। পুরো সোসাইটি স্যানিটাইজ করার কাজ চলছে।''
অভিনেতা নিশ্চিত করেছেন বাড়ির বাকি স্টাফ ও তাঁর টেস্ট নেগেটিভ এসেছে। তিনি আজ আর মায়ের কোভিড টেস্ট করাতে নিয়ে যাচ্ছেন। বিবৃতিতে আমির বলেছেন, ''বাকি আমাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন মাকে নিয়ে যাচ্ছি। শেষ পরীক্ষা তাঁরই বাকি আছে। প্রার্থনা করুন যেন নেগেটিভ রিপোর্ট আসে।''
আরও পড়ুন, প্রেম-হতাশা-বিতর্ক! সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালকেও ধন্যবাদ জানিয়েছেন আমির খান। এত সুষ্ঠভাবে সমস্ত টেস্ট করার জন্য তিনি আপ্লুত। আপাতত আমিরের মা জিনত হুসেনের কোভিড টেস্টের রিপোর্ট আসার অপেক্ষা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন