Advertisment
Presenting Partner
Desktop GIF

- Aaradhya Bachchan Birthday : ১৩-তে পা আরাধ্যার, ভাইরাল বাবা-মেয়ের ভিডিও! দূরত্ব ঘুচল অভিষেক-ঐশ্বর্যর?

Aaradhya Bachchan : ১৩-তে পা আরাধ্যার। সোশ্যালে অধরা অভিষেক-ঐশ্বর্যর শুভেচ্ছাবার্তা! ভাইরাল ভিডিও-এ একসঙ্গে বাবা-মেয়ে। দেখুন সেই ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ভাইরাল বাবা-মেয়ের ভিডিও!

ভাইরাল বাবা-মেয়ের ভিডিও!

Aaradhya Bachchan 13th Birthday : অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে বৈবাহিক সম্পর্ক ঠিক নেই বলেই বিটাউনের গুঞ্জন। অনেকদিন আগেই নাকি আরাধ্যাকে নিয়ে 'জলসা' ছেড়েছেন রাই সুন্দরী। মেয়ের স্কুলের অনুষ্ঠানেও বচ্চন দম্পতির আলাদা উপস্থিতি ধরা পড়েছিল পাপারাৎজ্জিদের লেন্সে। যদিও ব্যক্তিগত পরিসরে কাউকে ঢুকতে দিচ্ছেন না বচ্চন ফ্যামিলি। পারিবারিক বিষয়ে মুখে রা কাটছেন না বচ্চন পরিবারের সদস্যরা। ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্মদিন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় বাবা-মা কেউই মেয়ের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। তবে জুনিয়র বচ্চনের ফ্যান ক্লাবের তরফে একটি পুরনো ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে রয়েছে বাবা-মেয়ের মিষ্টি বন্ডিংয়ের নজির। 


২০২৪-এর ১৬ নভেম্বর ১৩-তে পা দিল বচ্চন পরিবারের নাতনি আরাধ্যা বচ্চন। মায়ের কারণে বিভিন্ন সময়ে বিনোদনের খবরে উঠে আরাধ্যা বচ্চন। মেয়েকে সবসময় আগলে রাখার জন্য প্রশ্নেরও সম্মুখীন হয়েছেন বচ্চন বধূ। তবে সেসব মোটেই কানে তোলেন না রাই সুন্দরী। মা-মেয়ের বন্ডিং কেমন তা তো দিনের আলোর মতোই স্পষ্ট। কিন্তু, অভিষেক-আরাধ্যা? সেই প্রশ্নের উত্তর রয়েছে ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে। 'আই লাভ ইউ' আরাধ্যা বলতে শোনা যাচ্ছে অভিষেককে। 


খোলার মাঠে বাবাকে দেখে ছোট্ট আরাধ্যার ছুটে আসার মিষ্টি মুহূর্তটাও রয়েছে এই ভিডিওতে। মেয়েকে কোলে নিয়ে জড়িয়ে ধরেছেন অভিষেক। এই পোস্টে অনেকেই আরাধ্যাকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত,  গত বছর অভিষেক আরাধ্যার জন্মদিনে মেয়ের অদেখা একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। 


যেখানে লেখা ছিল, 'হ্যাপি বার্থডে টু মাই লিটল প্রিন্সেস। আই লাভ ইউ দ্য মোস্ট'। অন্যদিকে অ্যাশও মেয়ের সঙ্গে একটি সেলফি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। এই মুহূর্তে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। তারকা দম্পতির মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম জড়িয়েছে অভিনেত্রী নিমরত কৌরের। 

আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড়? চর্চার মাঝে নিমরতকে চিঠি অমিতাভের!


কানাঘুষো, দশভি ছবির শ্যুটিংয়ের সময়ই কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। যজিও এই বিষয়ে একেবারে স্পকটি নট দুজনেই। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দশভি ছবির প্রচারে অভিষেক-নিমরতের খুনসুটি। এই ছবিতে নিমরতের অভিনয়ের প্রশংসা করে তাঁকে লেখা অমিতাভের চিঠিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  

Bollywood Couple Bollywood Actor bollywood movie Aishwarya Rai Bachchan Abhishek Bachchan Bollywood News bollywood actress
Advertisment