Amitabh Bachchan-Nimrit Kaur: অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড়? চর্চার মাঝে নিমরতকে চিঠি অমিতাভের!

Amitabh Bachchan-Nimrit Kaur: বচ্চন দম্পতির ঘর ভাঙার কনাঘুষো। ইন্ডাস্ট্রির গুঞ্জন, নিমরিত কৌরের জন্য অভিষেক-ঐশ্বর্যের দাম্পত্যে চিড়। এই চর্চার মাঝে নিমরিতকে চিঠি লিখলেন বিগ বি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি।

Amitabh Bachchan-Nimrit Kaur: বচ্চন দম্পতির ঘর ভাঙার কনাঘুষো। ইন্ডাস্ট্রির গুঞ্জন, নিমরিত কৌরের জন্য অভিষেক-ঐশ্বর্যের দাম্পত্যে চিড়। এই চর্চার মাঝে নিমরিতকে চিঠি লিখলেন বিগ বি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
নিমরতকে চিঠি অমিতাভের!

নিমরতকে চিঠি অমিতাভের!

অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। স্বাভাবিকভাবেই তা হয়ে উঠেছে পেজ ৩-এর হট কেক। অ্যাশ-অভিষেকের ডিভোর্স চর্চার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জয়া ও শ্বেতা বচ্চনের পুরনো ভিডিয়ো। যেখানে ছেলে-বউমাকে সুখী দাম্পত্যের টিপস দিয়েছিলেন। অন্যদিকে নিমরিত-অভিষেকের পুরনো কথপোকথনও ভাইরাল সমাজমাধ্যমে। দশভি ছবির প্রচারে দুজনের নানা মুহূর্ত হয়ে উঠছে চর্চিত টপিক। এর মাঝেই নিমরতকে চিঠি লিখলেন খোদ অমিতাভ! সেই ছবিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। তবে, এই চিঠি দুবছরের পুরনো। ২০২২-এ বিগ বি চিঠি দিয়েছিলেন দশভি খ্যাত অভিনেত্রী নিমরত কৌরকে। অমিতাভ সেই চিঠিতে নিমরতকে কী লিখেছিলেন? 

Advertisment

দশভিতে নিমরিতের অভিনয়ের প্রশংসা করে চিঠি লিখেছিলেন বলিউডের শাহেনশা। শুভেচ্ছা ও ভালোসায় ভরা চিঠি লিখেছিলেন অমিতাভ। চিঠি মারফৎই নিমরিতকে আশীর্বাদ করেছিলেন বিগ বি। সেই চিঠি পেয়ে নিমরিত তো একেবারে আনন্দে আত্মহারা।

ইনস্টাগ্রামে সেই চিঠির ছবি পোস্ট করে মেগাস্টারকে শ্রদ্ধা জানিয়েছেন। স্মৃতির সাগরে ডুব দিয়ে নিমরত লেখেন, '১৮ বছর আগে যখন মুম্বইয়ে এসেছিলাম তখন ভাবতাম  একদিন অমিতাভ বচ্চন আমাকে আমার নামে চিনবেন। টেলিভিশনের একটি বিজ্ঞাপনে আমাদের দেখা হয়। তার একবছর পর আমাকে ফুল আর চিঠি দিয়ে অভিনন্দন পাঠালেন।'

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরাধ্যাকে নিয়ে নিমরত-অভিষেকের একটি কথপোকথন ভাইরাল হয়। দশভির প্রচারে আরাধ্যাকে নিয়ে কথা হয় দুজনের মধ্যে। আরাধ্যার স্কুলের হোমওয়ার্ক নিয়ে কথা বলেন নিমরত। মজা করে অভিষেককে বলেছিলেন, 'যদি অভিষেক করান তাহলে নিশ্চয়ই আরাধ্যা বিভ্রান্ত হয়ে যাবে।'

Advertisment

সঙ্গে সঙ্গে অভিষেক বলেন, ' না না, আমি দু-একবার চেষ্টা করেছি। তবে মা হিসেবে ঐশ্বর্য অতুলনীয়। ওঁর কোনও তুলনা হয় না। সব ক্রেডিট ঐশ্বর্যর। মেয়ের প্রতি ওঁর দায়বদ্ধতা আছে বলেই আমি বাইরে থাকতে পারি। কাজ করতে পারি।' প্রসঙ্গত, দশভির শ্যুটিং সেটেই নিমরিত-অভিষেক কাছাকাছি আসেন বলে গুঞ্জন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি অভিষেক বা নিমরিত। স্পিকটি নট বচ্চন পরিবারও। রাই সুন্দরীও আপাতত কোনও বিবৃতি দেননি। 

আরও পড়ুন: ২০২১-এ MBBS-এর ফাইনাল পরীক্ষা, পুষ্পা ২-র আইটেম ডান্সার শ্রীলীলা কে?

Bollywood Couple Bollywood Actor bollywood movie Aishwarya Rai Bachchan Amitabh bacchan Abhishek Bachchan