রুদ্র অঙ্কুশ অনির্বাণ, তিন বন্ধুর রসায়ন কাজ করবে কি করবে না, সে তো স্ক্রিন বলবে। কিন্তু, তিনজনের মধ্যে যে গভীর বন্ধুত্ব রয়েছে সেটি কিন্তু পরিষ্কার। অঙ্কুশ এবং রুদ্রনীল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সামনে এমন কথা স্বীকার করলেন…
দীর্ঘদিন প্রেম করছেন অঙ্কুশ! কিন্তু বিয়ে করছেন না কেন? তাঁর মানে কি বিয়ে মানে ভয়? নাকি অন্য কারওর অনুপ্রেরণায় এসব করছেন তাঁরা। রুদ্রনীল মজার ছলেই বললেন, “আমি বিয়ে টা করতে পারছি না বলেই অঙ্কুশ বিয়েটা করতে পারছে না”। আবার অনির্বাণ যে গাঁটছড়া বেঁধে ফেলেছে তাঁরও হয়তো বেশ কিছু জিনিস মাথায় ঘোরাফেরা করে।” সেগুলো কী কী? অঙ্কুশের সঙ্গে আগে বন্ধুত্ব হলে বিয়ে নিয়ে অন্তত আরও কিছুদিন ভাবত অনির্বাণ!
আরও পড়ুন [ ‘বিয়ের থেকে রাজনীতি অনেক সহজ’, বোমা ফাটালেন রুদ্রনীল ও অঙ্কুশ ]
রুদ্র বলছেন, “অঙ্কুশের সঙ্গে অনির্বাণের আগে দারুণ বন্ধুত্ব ছিল না। নাহলে ও হয়তো আমাদের জন্য অপেক্ষা করত। যে একসঙ্গে সবার পরপর বিয়ে হোক। আসলে কী বলতো, বিয়ে মানে আমার কিছু হয় না। বিয়ে মানে আমরা! আমি যেদিন বলতে পারব, আমাদের লুঙ্গি…সেদিন বিয়ে করার কথা ভাবব।”
‘আবার বিবাহ অভিযান’ নিয়ে ফিরেছে গোটা টিম। সঙ্গে নতুন সংযোজন সৌরভ দাস। তবে, এবারের গল্পে বিবাহ বিভ্রাট অনেক বেশি। আরও বড় পরিসরে একে তুলে ধরেছেন রুদ্র এবং তাঁর টিম। একথাও জানিয়েছেন, বাঙালি বাড়ির বউরা বিরাট বড় গোয়েন্দা। সেইসবও জানা যাবে এই সিনেমায়।