Abdu Rozik: সত্যিই কি চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন Bigg Boss প্রতিযোগী ? বড় তথ্য এল সামনে..

আবদু রোজিক ইনস্টাগ্রামে বেশ কিছু গল্প শেয়ার করেছেন। রেড কার্পেটের নানা গল্প বলতে শোনা গেল তাঁকে। আবদু বলেন, "আমি সবাইকে বলতে চাই, দুবাইয়ের প্রতি আমার আলাদাই ভালবাসা আছে।

আবদু রোজিক ইনস্টাগ্রামে বেশ কিছু গল্প শেয়ার করেছেন। রেড কার্পেটের নানা গল্প বলতে শোনা গেল তাঁকে। আবদু বলেন, "আমি সবাইকে বলতে চাই, দুবাইয়ের প্রতি আমার আলাদাই ভালবাসা আছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Abdu-Rozik-

গ্রেফতারির নেপথ্যে বড় কারণ আছে?

Bigg Boss Contestent Arrest: শনিবার, রিপোর্টে দাবি করা হয়েছে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তাজিকিস্তানি গায়ক আবদু রোজিককে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিগ বস ১৬-র প্রতিযোগীর টিম এই গ্রেফতারির কথা অস্বীকার করে একটি বিবৃতি জারি করেছে। তাঁরা স্পষ্ট জানিয়েছে যে তাকে কেবল অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল। রোজিক একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে ছিলেন এবং অনুষ্ঠানের রেড কার্পেটে তিনি পরোক্ষভাবে সবাইকে আশ্বস্ত করেছিলেন যে সবকিছু ঠিক আছে।

Advertisment

আবদু রোজিক ইনস্টাগ্রামে বেশ কিছু গল্প শেয়ার করেছেন। রেড কার্পেটের নানা গল্প বলতে শোনা গেল তাঁকে। আবদু বলেন, "আমি সবাইকে বলতে চাই, দুবাইয়ের প্রতি আমার আলাদাই ভালবাসা আছে। আমি আপনাদের সবার সঙ্গে আছি। ঈশ্বর সর্বদা সঠিক ব্যক্তির সঙ্গে থাকেন। আমি ঠিক আছি, সবই ভাল এবং ঠিকঠাক আছে। আমাকে সমর্থন করার জন্য অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। তিনি তার আসন্ন কাজ সম্পর্কেও নানা কথা বলেছিলেন। তাঁর কথায়, "অনেক কিছু আসছে, আপনারা সকলেই আমার নতুন কাজের অপেক্ষায় থাকুন।" 

Bigg Boss Updates: বিচ্ছেদই জীবনে সোনালী দিন ফিরিয়ে নিয়ে এল? Bigg B…

Advertisment

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন আবদু রোজিক। তাতে লেখা ছিল, "তুমি চ্যাম্পিয়ন হয়ে জন্মাওনি। তবে সেটি হওয়ার যোগ্যতা রাখো!" তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লিখেছেন, "দুবাই বিমানবন্দরে কী হচ্ছে? আবদু এক আশ্চর্য মানুষ! হে ভগবান, আমি আব্দুর সেবা করার জন্য মরে যাচ্ছি! সে তো আরাধ্য!" আরেক ব্যবহারকারী লিখেছেন, "আমরা তোমাকে ভালোবাসি, আবদু। ঈশ্বর আপনাকে সমস্ত সুখ এবং সাফল্য দিয়ে আশীর্বাদ করুন।" আরও কয়েকজন প্রশ্ন তুলেছেন, "দুবাই বিমানবন্দরে কেন তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হল।" 

আবদু রোজিকের আটকের খবরের প্রতিক্রিয়ায় তার দল খালিজ টাইমসকে বলেছে, "প্রথমত, তাকে গ্রেপ্তার করা হয়নি। তাকে কেবল পুলিশ আটক করেছে। আবদু রোজিক একটি ব্যাখ্যা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। আজ দুবাইয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দ্বিতীয়ত, গণমাধ্যমের তথ্য সঠিক নয়। আবদু রোজিক ও তার ভাবমূর্তি রক্ষায় আমরা সব ধরনের আইনি পদক্ষেপ নেব। এছাড়াও, ভারতীয় জনগণকে অবহিত করার জন্য আমরা পরে সমস্ত তথ্য সরবরাহ করব। বিশ্বাস করুন, এ বিষয়ে আমাদের অনেক কিছু বলার আছে।" 

শনিবার রাতে দুবাইয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোজিক তার বিগ বস ১৬-র বন্ধু শিব ঠাকরের সঙ্গে হাজির ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখি সাওয়ান্ত, দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া, বিশাল কোটিয়ান এবং দিব্যা আগরওয়াল।

Bigg Boss Bigg Boss OTT