বিবাহ বিচ্ছেদ এখন যেকোনও ইন্ডাস্ট্রিতে টক অফ দ্যা টাউন। শুধু তাই নয়, এমন এক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিবাহ বিচ্ছেদ, যা নিয়ে যতটা না আলোচনা হয় তাঁর থেকে বেশি সমালোচনা হয়। এবং শেষ কিছু মাসে বিচ্ছেদের বন্যা বয়ে গেল। তাঁর মধ্যে অন্যতম ধনশ্রী এবং যূজেবেন্দ্র চাহেল। তাঁদের বিচ্ছেদ নিয়ে যে জলঘোলা হয়েছে, সেই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই।
বিশেষ করে যে বিরাট পরিমাণ টাকা ক্রিকেটার আলুমনি দিয়েছেন, সেই নিয়েও নানা আলোচনা হয়েছে। কেউ কেউ তো তিরস্কার করে এমনও বলেছিলেন, ধনশ্রি - যে নিজেকে সাবলম্বী বলেই জানিয়েছেন, তিনি কী করে এতগুলো টাকা খোরপোষ নিলেন। যদিও এই নিয়ে কোনোদিন তিনি কিছুই জানাননি। এছাড়াও খেলোয়াড়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে নানান ধরনের মিউজিক ভিডিও এবং কনটেন্টে তাকে দেখা দিয়েছে। তাহলে কি বিচ্ছেদ তার জীবনে আনন্দের জোয়ার নিয়ে এলো? কানাঘুষো শোনা যাচ্ছে এবার ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় শুয়ে নাকি তাকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এটি এমন ১০০ যেখানে যাওয়ার জন্য ভারতবর্ষের প্রচুর মানুষ চেষ্টা করেন। কিন্তু সুযোগ সকলের হয় না।
Actor Tragic Death: ১৮ বছরেই না ফেরার দেশে, মর্মান্তিক পরিণতি হয় অমি…
সেই শোয়ের নাম বিগ বস। এবং সেই শোয়ে নাকি খেলোয়াড়ের প্রাক্তন স্ত্রীকে দেখা যেতে চলেছে। সালমান খানের এই শো গোটা ভারতবর্ষে ভীষণ জনপ্রিয়। জানা যাচ্ছিল এবারের বিগ বস এ বেশ কিছু নিয়ম ধার্য করা হয়েছে। অন্তত এ বিষয়ে মাথায় রাখা হয়েছে যে ইউটিউবার কিংবা সোশ্যাল মিডিয়া আইকনদেরকে বাদ দিয়ে, টেলিভিশন ব্যক্তিত্ব কিংবা বলিউড এবং হিন্দি টেলিভিশনের নানান চরিত্রকে এবার দেখা যেতে চলেছে। ধনশ্রী যে হারে কিছু মাস ধরে সমালোচনার শিকার হয়েছেন, এইটুকু বলা যেতে পারে বিগবস এর জন্য তিনি একেবারে আইডিয়াল। বিগবসে সবসময়ই বিতর্কিত বেশ কয়েকটি চরিত্রকে দেখা যায়।
অন্দরের খবর, ধনশ্রীকে নাকি আরেক শো খাত্রো কে খিলাড়ির জন্যও অ্যাপ্রোচ করা হয়েছিল। কিন্তু সেই শো যেহেতু এখন আর হচ্ছে না, সেই কারণেই বিগ বসের প্রপোজাল পেয়ে তিনি আর না করতে পারেননি। যদিও এখনো শো এর পুরোপুরি তালিকা প্রসঙ্গে জানা যায়নি, তবে এ বছর বিগ বসে আকর্ষণীয় কিছু ঘটতে চলেছে এ কথা বলাই যায়।