Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhijeet Bhattacharya mocks AR Rahman: 'এসব দোহাই দিয়ে লাভ নেই...', রহমানের সৃজনশীলতা নিয়ে বিরক্ত ঠোঁটকাটা অভিজিৎ

Abhijeet Bhattacharya mocks AR Rahman- এক সাক্ষাৎকারে গায়ককে প্রশ্ন করা হয়, কেন তিনি রহমানের সঙ্গে একবারই কাজ করেছেন? তিনি বলেন, 'ওই সময় আমি সব বড় বড় কম্পোজারদের কাছ থেকে ফোন পাচ্ছিলাম।'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rahman abhijit clash

রহমানের সঙ্গে কেন আর কাজ করলেন না তিনি... Photograph: (ফাইল চিত্র )

A R Rahman: বিতর্কিত গায়ক অভিজিৎ ভট্টাচার্য অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সঙ্গে তাঁর  কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। তারা কেবল একটি গান একসঙ্গে গেয়েছেন। এবং সেই গান তৈরির প্রসঙ্গেই তিনি বলেছিলেন যে রহমান রেকর্ডিংয়ে বিলম্ব করতে থাকেন এবং শেষ পর্যন্ত স্টুডিওতে উপস্থিত ছিলেন না। তিনি রহমানের অদ্ভুত সময়ে কাজ করার পছন্দের গুজবের কথা উল্লেখ করে বলেছিলেন যে সৃজনশীলতার নামে প্রতিটি অনুশীলন ক্ষমা করা যায় না।

Advertisment

 এক সাক্ষাৎকারে গায়ককে প্রশ্ন করা হয়, কেন তিনি রহমানের সঙ্গে একবারই কাজ করেছেন? তিনি বলেন, 'ওই সময় আমি সব বড় বড় কম্পোজারদের কাছ থেকে ফোন পাচ্ছিলাম। অনু মালিক লাইনে থাকতেন, তারপর আনন্দ-মিলিন্দ ডাকতেন, আর তখন যতীন-ললিত ডাকতেন। সারাক্ষণ ডাবিং নিয়ে ব্যস্ত থাকতাম। আমি (রহমানের সঙ্গে) দেখা করতে গিয়েছিলাম। সেখানে আমায় অপেক্ষা করতে হয়েছিল। 

তিনি আরও বলেছিলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অপেক্ষা করতে পারি না এবং আমরা সকালে রেকর্ড করতে পারি। রাত দুটো নাগাদ স্টুডিও থেকে ফোন আসে। আমি কি পাগল? আমি বললাম, আমি ঘুমিয়ে ছিলাম। সকালে গিয়েছিলাম, কিন্তু তিনি সেখানে ছিলেন না। নিয়মিত সময়ে কাজ করার অভ্যাস তাদের নেই। আমি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত। এখন সৃজনশীলতার দোহাই দিয়ে যদি বলেন ভোর ৩টা ৩৩ মিনিটে রেকর্ড করবেন, আমি বুঝি না।"

আরও পড়ুন  -  Tahsan Khan: বিয়ে করছেন মিথিলার প্রাক্তন বাংলাদেশের তাহসান? পাত্রীটি কে?

Advertisment

অভিজিৎ জানান, সেদিন রহমানের এক সহকারী স্টুডিওতে ছিলেন এবং তিনিই দায়িত্বে ছিলেন। "আমার ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকায় আমার ঠান্ডা লেগেছিল। কিন্তু তিনি জোর দিয়েছিলেন যে আমি যেন গান গাই। আমি সুপার-ফ্লপ সিনেমার জন্য প্রচুর হিট গান করেছি এবং এটি তাদের মধ্যে একটি ছিল। কেউ সিনেমাটি দেখেনি। গানটি রহমানের।" তিনি আরও বলেন, 'আমি রহমানের কথা বারবার জানতে চেয়েছিলাম, কিন্তু কোনো দৃঢ় উত্তর পাইনি। একজন শিল্পী এই কাজগুলো করে বড় বা ছোট হয়ে যায় না... আমাকে বলা হয়েছিল যে আমার তার জন্য অপেক্ষা করা উচিত ছিল এবং পরে চলে যাওয়া উচিত ছিল। তবে আমি তাদের বলেছিলাম যে আমার পূর্ব প্রতিশ্রুতি ছিল।" 

যদিও বা রহমানের সঙ্গে কাজ, সকলেরই একটা নিদারুণ অভিজ্ঞতা হয়। কিন্তু, অভিজিৎ যেন একেবারেই উল্টো সুর গাইলেন। ধীরে ধীরে অভিজিতের জীবন বিতর্কে ভরে উঠছে। প্রথম শাহরুখ, তারপর রহমান, যা বলে ছলেছেন তিনি। 

 

Abhijeet Bhattacharya A. R. Rahman
Advertisment