indian idol singer Secret Accout: সংগীতের দুনিয়ার অন্যতম পপুলার রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল। একদিকে যখন ইন্ডিয়ান আইডল ১২ বিজয়ী পবনদীপ মারাত্মক দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি তখন অন্যদিকে স্ত্রীকে লুকিয়ে ডেটিং অ্যাপে মেয়েদের সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত অভিজিৎ সাওয়ন্ত। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে জয়ী হওয়ার পরই রাতারাতি স্টার হয়ে যান অভিজিৎ। একাধিক বলিউড মুভিতে গান গাওয়ার সুযোগ আসে তাঁর কাছে। কেরিয়ারের গ্রাফ যখন ঊর্ধমুখী তখন অভিজিৎ-এর অনুগামীরা অনেকেই ভেবেছিলেন ইন্ডাস্ট্রির কারও সঙ্গেই হয়তো সম্পর্কে জড়াবেন। কিন্তু, মাত্র ১৮ বছর বয়সেই জীবনসঙ্গী খুঁজে নিয়েছিলেন অভিজিৎ। শিল্পার সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ নিজেই জানিয়েছেন, বিবাহিত হওয়া সত্ত্বেও টিন্ডারে তাঁর প্রোফাইল ছিল। যদিও সেই সম্পর্কে শিল্পা বিন্দুমাত্র কিছু জানতেন না।
Hindi Rush পডকাস্টে সঞ্চালক যখন জানতে চান টিন্ডারে তাঁর অ্যাকাউন্ট সত্যি না ভুয়ো ছিল? লুকোচুরি না করে অভিজিৎ বলেন, 'না, ওটা আমার নিজের প্রোফাইল ছিল। আমি ওটা সেভাবে ব্যবহার করতাম না। তবে ওই অ্যাপটা সম্পর্কে জানার প্রবল আগ্রহ ছিল। আমি যখন বিদেশে থাকতাম তখন এক বন্ধু টিন্ডার সম্পর্কে বলেছিল। দেশে ফেরার পর নিজের নামে একটা প্রোফাইল খুলেছিলাম। ওখানে ঠিক কী কী হয় সেটা দেখার জন্য নিয়মিত চেক করতাম। তবে আমার স্ত্রীকে এই বিষয়ে কিছু বলিনি। আমার তো মনে হয় ও আজও এটার ব্যাপারে কিছু জানে না। তবে বেশ কিছুদিন আগে আমি ওই প্রোফাইল বন্ধও করে দিয়েছি।'
টিন্ডার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ বলেন, 'এই অ্যাপে অনেকের সঙ্গে কথাও হয়েছে। নিজের সঙ্গে অনেকের মিলও খুঁজে পেয়েছি। আমার কথা বলতে ভাল লাগে। একজন মহিলার সঙ্গে গভীর আলোচনাও করতে পারেন। যেটা একজন পুরুষ হয়ে অপর কোনও পুরুষের সঙ্গে সম্ভব হয় না। এই অ্যাপে দু-তিনজনের সঙ্গে আমার কথা হত। কিন্তু, আমার এই অ্যাকাউন্টের ব্যাপারে এক্স হ্যান্ডেলে একজন পোস্ট করেছিলেন। তারপর আমি এই প্রোফাইলটা বন্ধ করে দিই।'
তবে ভয় পেয়ে অ্যাপটি বন্ধ করেছেন সেটা একেবারেই নয়। কোনও বিষয় নিয়ে লুকোচুরিও পক্ষপাতী নন অভিজিৎ। সেই সাক্ষাৎকারে প্রোফাইল বন্ধ করার প্রকৃত কারণ খোলসা করতে গিয়ে বলেন, এই অ্যাপের কারণে তাঁর খ্যাতি ম্লান হয়ে যাচ্ছিল। অনেকেই তাঁকে আর আগের সম্মান করছিলেন না। সেই জন্যই টিন্ডার অ্যাপ থেকে সরে গিয়েছেন।
আরও পড়ুন মাঝপথে কাজ ছাড়তেই পরিচালক লিখলেন 'তোমাকে মিস করব', বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর এবার কী করলেন ইরফান পুত্র?