/indian-express-bangla/media/media_files/2025/10/22/malaika-2025-10-22-10-09-30.jpg)
কী এমন হয়েছিল সেই সিনেমার ফ্লোরে...
Salman Khan-Arbaz Khan: 'দাবাং' ছবির পরিচালক অভিনব কাশ্যপ সম্প্রতি সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। বলিউড ঠিকানার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, সলমন ও তাঁর ভাইরা ছবির নির্মাণে এতটাই হস্তক্ষেপ করেছিলেন, যে তাঁর কাছ থেকে কৃতিত্ব কেড়ে নিয়েছিলেন।
অভিনব জানান, সলমন রাতের বেলা হঠাৎ তাঁর ঘরে এসে ছবির সম্পাদনা পরিবর্তন করতেন। তিনি বলেন, "রাত দেড়টায় সলমন আমার রুমে ঢুকতেন এবং আরবাজের একটি চেজ সিন সম্পূর্ণ কেটে দিতেন। তাঁর মধ্যে প্রবল নিরাপত্তাহীনতা ছিল।" এই নিয়ে সালমান ও আরবাজের মধ্যে একবার তীব্র ঝগড়াও হয়। তাঁর কথায়, "আমি নিজেই দেখেছি সলমন রেগে বাসনপত্র ছুড়ছেন।"পরিচালকের আরও অভিযোগ, সলমন নাকি একবার ছবির সম্পাদককে 'অপহরণ' করে তাঁর ফার্মহাউসে নিয়ে গিয়েছিলেন, যাতে সম্পূর্ণ এডিটিং প্রক্রিয়ার নিয়ন্ত্রণ তাঁর হাতে থাকে। "সম্পাদককে তিনি হুমকি দেন, যদি পরিচালক ছবিতে হস্তক্ষেপ করেন, তবে বিপদ হবে।
Sanjay Dutt: অস্ত্র পছন্দ ছিল সঞ্জয়ের! মামলার ভয়েই সুনীল-পুত্রর পাশ থেকে সরে দাঁড়ায় বলিউড
'মুন্নি বদনাম হুই' গান নিয়েও ছিল বিতর্ক। অভিনব বলেন, আরবাজ ও সলমন দু’জনেই মালাইকা অরোরাকে গানটিতে নিতে চাননি কারণ সেটি তাঁদের চোখে 'অশ্লীল' ছিল। কিন্তু পরিচালক নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তাঁর কথায়, "আমি জানতাম মালাইকা এই গানে দুর্দান্ত করবে, যেমন একসময় হেলেন করতেন।" শুধু খান পরিবার নয়, বনি কাপুরের বিরুদ্ধেও অভিযোগ তোলেন অভিনব। তাঁর দাবি, বনি ইচ্ছাকৃতভাবে ছবির কাজ বিলম্বিত করেন। "আমার ছবি ৭০ দিনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বনি ঈর্ষান্বিত হয়ে তা ২০০ দিনে টেনে নেন," মন্তব্য করেন তিনি।
Sreelekha Mitra: 'প্রতিনিয়ত রক্তখক্ষরণ হচ্ছে', মানসিক যন্ত্রণায় শ্রীলেখা, উগড়ে দিলেন ক্ষোভ
অভিনব আরও জানান, সলমন তাঁকে অর্জুন কাপুরের জন্য নতুন গল্প লেখার নির্দেশ দেন। তখন সালমানের বোন অর্পিতার সঙ্গে সম্পর্কের কারণে সেটে প্রায়ই উপস্থিত থাকতেন অর্জুন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us