Sreelekha Mitra: 'প্রতিনিয়ত রক্তখক্ষরণ হচ্ছে', মানসিক যন্ত্রণায় শ্রীলেখা, উগড়ে দিলেন ক্ষোভ

সৎ পথে বাঁচার জন্য তাঁকে এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে? বিশেষ করে এই রাজ্যকে নিয়ে তিনি সবসময় নানা ধরণের অভিযোগ এবং আক্ষেপের কথা বলেন। এবারও তাঁর ব্যতিক্রম না।

সৎ পথে বাঁচার জন্য তাঁকে এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে? বিশেষ করে এই রাজ্যকে নিয়ে তিনি সবসময় নানা ধরণের অভিযোগ এবং আক্ষেপের কথা বলেন। এবারও তাঁর ব্যতিক্রম না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata sreelekha

যা যা বললেন শ্রীলেখা... Photograph: (ফাইল)

Sreelekha Mitra:  একজন অভিনেত্রীকে ক্রমশই বাধ্য করা হচ্ছে তাঁর অভিনয় স্বত্বাকে ভুলে যেতে? লাগাতার মানসিক চাপের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। তাঁকে নানা কিছু সহ্য করতে হচ্ছে। অন্তত, শ্রীলেখা মিত্রর জীবনে যা ঘটে চলেছে, তাতে তিনি খুব বিরক্ত। এতটাই তিতিবিরক্ত যে, নিজেকে আর সামলাতে পারছেন না তিনি। 

Advertisment

দিন দুয়েক আগেই তিনি কালীপুজোর দিন, নিজের বহুতল আবাসনে যে অনৈতিক কাজ হচ্ছিল, সেই নিয়েও তোলপাড় ফেলেন। অভিনেত্রী পুলিশে খবর দেন যে তাঁর ফ্ল্যাটের নীচে অবৈধ বাজি বিক্রি হচ্ছে, এবং এতে মানুষের ঝুঁকি বাড়ছে। তারপর, তাঁকে নানা ধরণের সমস্যার শিকার হতে হয়। অভিনেত্রী, নিজের সমাজ মাধ্যমেই সেই বিষয়ে তিনি লিখেছেন। শ্রীলেখার প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে মস্তিস্কে? 

Alia Bhat-Subhashree Ganguly: 'পিঙক্ পরী' আলিয়া ও শুভশ্রী, দুই ইন্ডাস্ট্রির দুই নায়িকার কেমন কাটল আলোর উৎসব?

Advertisment

সৎ পথে বাঁচার জন্য তাঁকে এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে? বিশেষ করে এই রাজ্যকে নিয়ে তিনি সবসময় নানা ধরণের অভিযোগ এবং আক্ষেপের কথা বলেন। এবারও তাঁর ব্যতিক্রম না। সেদিন তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমি এখন সবাইকে বলি যে অভিনয় করতাম। আর এবার তিনি আরও বলছেন...

"সুন্দর, সুস্থ পরিবেশে বাঁচার চেষ্টা করাই আজকের দিনে আশাতীত।  কেন? সৎভাবে উপার্জন করার ইচ্ছের কোন দাম নেই এই গোটা রাজ্যে, এবং এই টলিপাড়ায়।  কেন? আমি ভুলতে বসেছি আমি একজন অভিনেতা বা আমাকে ভুলতে বাধ্য করা হচ্ছে..কেন?" শ্রীলেখার জীবনে এমন অনেক ধরণের ঘটনা-ই ঘটেছে। তিনি অভয়া মঞ্চে যেতেন বলেই, তাঁকে কোণঠাসা করা হয়েছে। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, তিনি এর আগেও জানিয়েছিলেন, তাঁর ছবি নন্দনে হল পায়নি। এবং টলিপাড়ার কোনও অনুষ্ঠানে তিনি ডাক পান না। 

Roosha Chatterjee: আলোর উৎসবে নতুন আলো! মা হলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়

তিনি আরও বলছেন, "তবুও আমায় কাবু করা যাচ্ছে না...অতএব মহিলা হওয়ার দরুন তথাকথিত তার সবচেয়ে দুর্বল জায়গা ..তার চরিত্র, সেটা নিয়ে তাকে  ভাঙার প্রভুত চেষ্টা চালানো হচ্ছে।  কেন? নিজের চেষ্টায় বাঁচতে চাওয়ার অপরাধে? ক্লান্ত বোধ করছি..আর লড়াই করতে পারছি না। ক্ষয় হচ্ছে আমার শৈল্পিক নরম মনের... প্রতিনিয়ত রক্তখক্ষরণ হচ্ছে আমার মাথায়, আমার মনের....এর দায় কার?" 

Entertainment News Today Sreelekha Mitra