/indian-express-bangla/media/media_files/2025/04/20/6rWHW9Q42emXRuP9OK7K.jpg)
ভাইজানের পর লরেন্সের নিশানায় কোন অভিনেতা?
Abhinav Shukla: রবিবাসরীয় ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পেলেন অভিনেত্রী রুবিনা দিলায়েকের স্বামী অভিনব শুক্লা। সমাজমাধ্যমে অঙ্কুশ নামে যে ব্যক্তি হুমকিবার্তা দিয়েছেন তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, বিগ বস ১৩-এর ঘরে রুবিনার সঙ্গে ব়্যাপার অসীম রিয়াজের ঝামেলার প্রসঙ্গ টেনে বলেছেন তিনি নাকি রিয়াজের বিরাট ভক্ত। তাই রিয়াজের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য রুবিনাকেও ছেড়ে দেবেন না। 'লরেন্স বিষ্ণোই জিন্দাবাদ। লরেন্স বিষ্ণোই ভাই আসীম ভাইয়ের সঙ্গে আছে।' ঠিক এভাবেই রুবিনাকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, অভিনব শুল্কা প্রাণনাশের হুমকিবার্তার যে স্ক্রিনশট শেয়ার করেছেন সেটা দেখলে তো যে কেউ ভয়ে সিটিয়ে যাবে। সেখানে স্পষ্ট লেখা, সলমন খানের বাড়িতে যেভাবে গুলি চালিয়ে ছিলাম এবার তোমার বাড়িতেও সেটাই হবে।
অভিনব শুক্লারএক্স হ্যান্ডেলে আসা সেই হুমকিবার্তার স্ক্রিনশটে ঠিক কী লেখা রয়েছে? অঙ্কুশ নামক ওই ব্যক্তি লিখেছেন, 'আমি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। তোমার বাড়ির ঠিকানা আমি জানি। আসব নাকি? সলমন খানের বাড়িতে ঠিক যেভাবে গুলি চলেছিল ঠিক সেইভাবেই একে-৪৭ দিয়েই গুলি মারব।' অভিনব শুল্কা ও তাঁর পরিবার এই বিষয়ে খুব উদ্বিগ্ন। পাশাপাশি এটাও ভাবছেন, আজকাল অনলাইনে অনেকরকমের হুমকিবার্তা আসে, এটা হয়ত ঠিক সেইরকমই। পরিবারের সঙ্গে সিকিউরিটি গার্ডকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মহাকালেশ্বরে স্বস্ত্রীক পুজো দিলেন অরিজিৎ সিং, রবিবাসরীয় সকালে গায়কের ধর্মকর্মে মুগ্ধ অনুরাগীরা
এই ঘটনায় একাধারে চিন্তিত ও বিরক্ত অভিনব শুক্লা। তাঁর দৈনন্দিন রুটিন সম্পর্কেও অঙ্কুশ যে ওয়াকিবহল সেটাও ভাল করে বুঝিয়ে দিয়েছেন। তাঁর কথায়, 'এটা শেষবারের মতো বলছি। আসীমের বিরুদ্ধে কীছিু বলার আগে নিজের জীবন নিয়ে ভেবে নেবেন। লরেন্স বিষ্ণোই আসীমের পাশে আছে।' অভিনবের ধারণা ওই ব্যক্তি চণ্ডীঘড়ের। পঞ্জাব ও চণ্ডীগড় পুলিশকে ট্যাগ করে তিনি পুরো বিষয়টা জানিয়েছেন।
প্রসঙ্গত, লরেন্স বিষ্ণোইয়ের থেকে সলমন খান একের পর এক হুমকি পেয়েছেন। এমনকি ভাইজানের বাড়ি গ্যালাক্সি লক্ষ্য করে গুলিও ছুড়েছিল ওই দলের দুষ্কৃতীরা। প্রাতর্ভ্রমণে বেরিয়ে হুমকি পেয়েছিলেন সলমন খানের বাবা সেলিম খানও। তারপরই খান পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়। গ্যালাক্সি-র বারান্দায় বসানো হয় বুলেটরোধক কাচ। সম্প্রতি ফের মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে ভাইজানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
DEATH THREATS to my family ! @DGPPunjabPolice@PunjabPoliceInd@DgpChdPolice@ChdPol. Person seems to be from Chandigarh / Mohali . Please act firmly & promptly. To anyone who recognises the person plz report to @DGPPunjabPolicepic.twitter.com/XLkktoYUXa
— Abhinav Shukla (@ashukla09) April 20, 2025
বলা হয়েছিল, সলমনের বাড়িতে ঢুকে হত্যা করবেন। বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত। গুজরাটের ভাদোদরা জেলা থেকে আটক ২৬ বছরের যুবক ময়াঙ্ক পাণ্ডে। পুলিশের তরফে জানানো হয়েছিল ভাইজানকে খুনের হুমকি দেওয়া যুবক মানসিক ভারসাম্যহীন।
আরও পড়ুন: শুধু 'মহানায়ক'-ই নন দুর্দান্ত টেনিস খেলোয়ারও, উত্তমকুমারের এই খেলা শেখার নেপথ্য কারণ জানলে অবাক হবেন