Arijit Singh: মহাকালেশ্বরে স্বস্ত্রীক পুজো দিলেন অরিজিৎ সিং, রবিবাসরীয় সকালে গায়কের ধর্মকর্মে মুগ্ধ অনুরাগীরা

Arijit Singh At Mahakaleshwar Temple: মধ্যপ্রদেশের ঊজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে স্বস্ত্রীক পুজো দিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। অংশ নিয়েছিলেন Bhasma Aarti-তে। রবিবাসরীয় সকালে এভাবেই ধর্মকর্মে মন দিয়েছেন দম্পতি।

Arijit Singh At Mahakaleshwar Temple: মধ্যপ্রদেশের ঊজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে স্বস্ত্রীক পুজো দিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। অংশ নিয়েছিলেন Bhasma Aarti-তে। রবিবাসরীয় সকালে এভাবেই ধর্মকর্মে মন দিয়েছেন দম্পতি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রবিবাসরীয় সকালে মহাকালেশ্বরে অরিজিৎ সিং,

রবিবাসরীয় সকালে মহাকালেশ্বরে অরিজিৎ সিং,

Arijit Singh Offered Prayers At Mahakaleshwar: জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিংয়ের বিশ্বজোড়া খ্যাতি। তাঁর কণ্ঠের জাদুতে মোহিত ১৩ থেকে ৮৩। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমাদৃত অরিজিৎ-এর কণ্ঠস্বর। বিশ্ববিখ্যাত গায়ক এড শিরানের সঙ্গেও জুটি বাঁধছেন অরিজিৎ সিং। এত বড় মাপের শিল্পী হয়েও তাঁর অতি সাধারণ জীবনযাপনের জন্য সকলের নয়নের মণি অরিজিৎ সিং। সংগীতের যেমন আরাধনা করেন তেমনই রয়েছে তাঁর ঠাকুরভক্তি। অনেক সময়ই তাঁর মন্দিরে পুজো দেওয়ার নানা মুহূর্ত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেইরকমই একটি মুহূর্ত ভাইরাল নেটপাড়ায়। মধ্যপ্রদেশের ঊজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে স্বস্ত্রীক পুজো দিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। অংশ নিয়েছিলেন Bhasma Aarti-তে। রবিবাসরীয় সকালে এভাবেই ধর্মকর্মে মন দিয়েছেন দম্পতি। 

Advertisment

Advertisment

অরিজিৎ সিংয়ের পরনে গেরুয়া রঙের নামাবলির মতো কুর্তা। দোসর লাল ধুতি। আর স্ত্রী পরেছেন লাল শাড়ি সঙ্গে কালো শাল। দুজনের কপালেই হলুদ তিলক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিষ্ঠার সঙ্গে চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করছেন দুজনে। পুরোহিত অরিজিতের গলায় ওঁং চিহ্ন লেখা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। স্বামী-স্ত্রী দুজনের কপালেই হলুদ তিলক এঁকে দিলেন। মন্দিরের ভিতরে বসে প্রত্যেকে পুজো দেখছেন। সাধারণের ভিড়ে মিশে গিয়ে স্ত্রীর সঙ্গে অরিজিৎ-এর এই ভিডিও আর একবার প্রমাণ করল তারকা তকমাকে দূরে রেখে এইরকম সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত গায়ক। 

আরও পড়ুন: দেশি-বিদেশির মেলবন্ধন, সুরের বাঁধনে অরিজিৎ-এড শিরান, নতুন অ্যালবাম ঘিরে বাড়ছে উন্মাদনা

প্রসঙ্গত, অরিজিৎ সিং-এর সঙ্গে সুরের বাঁধনে বাঁধা পড়ার খবরে সিলমোহর দিয়েছেন বিশ্ববিখ্যাত গায়ক এড শিরান। দেশি-বিদেশি মিলেমিশে হবে একাকার!! গত ফেব্রুয়ারিতে অরিজিতের স্কুটিতে দুজনের ঘোরাঘুরি, গঙ্গাবক্ষে নৌকাবিহারে সময় কাটামোর মুহূর্ত ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনই মনে করা হয়েছিল, এবার হয়ত একসঙ্গে সুরের বাঁধনে বাঁধা পড়বেন দুই শিল্পী। চর্চার মাঝেই সেই খবরে সিলমোহর পরতেই খুশি হয়েছিল অরিজিৎ ভক্তরা। 

২০২৪-এর সেপ্টেম্বর লন্ডনে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানেই একসঙ্গে গান গেয়েছিলেন দুজনে। এরপরই অরিজিৎ-এড শিরানের বন্ধুত্ব আরও মজবুত হয়। গত ফেব্রুয়ারিতে Mathematics Tour-এ ভারতে এসেছিলেন এড শিরান। বেঙ্গালুরুতে দুটি শো করে পৌঁছে গিয়েছিলেন গায়ক অরিজিৎ সিংয়ের শহরে। বিলাসবহুল গাড়ি ছেড়ে অরিজিৎ-এর স্কুটি চড়ে শহর ঘুরেছিলেন। কোনওরকম নিরাপত্তারক্ষী ছাড়াই বিশ্ববিখ্যাত গায়ককে এভাবে ঘুরতে দেখে একেবারে থ এলাকাবাসী। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল অরিজিৎ-এড শিরানের স্কুটি রাইড। 

আরও পড়ুন: ধুলো মেখে অরিজিৎ-এড শিরানের স্কুটার ভ্রমণ, গঙ্গাবক্ষে নৌকাবিহারে বিশ্ববিখ্যাত গায়ক

Arijit Singh Arijit Singh Live Concert