Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhinaya : ১৮ বছরের ফিল্মি কেরিয়ার, মূক-বধির মালায়ালি অভিনেত্রীর সাফল্যের নেপথ্যে কী?

Abhinaya Malayalam Actress : দীর্ঘ ১৮ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। দুবার ফিল্ম ফেয়ারও পেয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস মালায়ালমকে এক্লক্লুসিভ সাক্ষাৎকার দিলেন মালায়ালি অভিনেত্রী Abhinaya।

author-image
Dhanya Vilayail
আপডেট করা হয়েছে
New Update
মূক-বধির  মালায়ালি অভিনেত্রীর সাফল্যের নেপথ্যে কী?

মূক-বধির মালায়ালি অভিনেত্রীর সাফল্যের নেপথ্যে কী?

Malayalam Actress Abhinaya Interview : চরিত্রের প্রয়োজনে নানা অবতারে দর্শকের মনোরঞ্জন করেন রুপোলি দুনিয়ার তারকারা। কিন্তু, একজন মূক ও বধির অভিনেত্রীর অনবদ্য পারফরম্যান্সের সাক্ষ্মী থাকল মালায়ালি সিনে দুনিয়া। শিহরণ জাগানো অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শক একেবারে বাকরুদ্ধ। তিনি নান আদার দ্যান. দ্য মোস্ট ট্যালেন্টেড স্টার Abhinaya। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্স আরও একবার দেখবে উদগ্রীব দর্শক। দীর্ঘ ১৮ বছর Abhinaya তামিল, তেলুগু, কন্নড়. হিন্দি আর মালায়ালি মিলিয়ে মোট ৫৮ টি ছবিতে কাজ করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। তাঁর লেটেস্ট রিলিজ মালায়ালি মুভি 'পানি'। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক Joju George। মুখ্য চরিত্রে অভিনয় করে আরও একবার প্রমাণ করে দিলেন, শারীরিক অক্ষমতা কোনওদিন তাঁকে দমিয়ে রাখতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস মালায়ালমকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জীবনে জানা-অজানা কাহিনি শেয়ার করলেন। 

Advertisment

Abhinaya বলেন, 'সিনেমার প্রতি তাঁর যে অগাধ ভালোবাসা সেটাই বারবার ফুটে উঠেছে Abhinaya-এর কথায়। তিনি বলেন, 'ছোটবেলা থেকে যে অভিনয়ের প্রতি আশক্ত ছিলাম এমনটা নয়। আমার বাবা আর্মিতে ছিলেন। কিন্তু, ওঁর সিনেমাজগৎ নিয়ে একটা আগ্রহ ছিল। সেই জন্য আর্মির চাকরি ছেড়ে দেন। সেই সময় বাবার সঙ্গে সিনেমার সেটে যেতাম। সিনেমার ওয়ার্কশপে যেতাম। আমি তামিল সিনেমা দেখতাম। বিশেষ করে তৃষার সিনেমা। ওঁর কাজের ধরনটা ভাল লাগত। তখন আমার বয়স মাত্র ১৬। ফিল্ম দুনিয়ায় আসার ইচ্ছেটা জাগল আর বাবা তো আমার জন্য ছিলেনই।'

পরিচালক  Samuthirakani-এর হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। 'Nadodigal' ছবিতে প্রথম অভিনয় করেন Abhinaya। তেলুগু রিমেক 'Shambo Shiva Shambo', কন্নড় রিমেক 'Hudugaru'। দুর্ধর্ষ অভিনয়ের জন্য একই বছরে 'Nadodigal' ও 'Shambo Shiva Shambo'-এ দুটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। Abhinaya বলেন, ' Naadodigal ছবিটা আমার সবসময়ের প্রিয় একাট ছবি। সিনেমার সেটে সংলাপ বলা আর সকলের সঙ্গে কথা বলাটা ছিল একদম অন্যরকম। এই সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকের সঙ্গে আমার গভীর যোগ।'

Abhinaya-র কথায়, 'আমার চরিত্রটা কেমন হবে সেই বিষয়ে পরিচালককে জিজ্ঞাসা করতাম। কী ধরনের এক্সপ্রেশন দিতে হবে সেটা বুঝতাম। চরিত্রটা সফট না খুব কঠিন কোনও বিষয় রয়েছে সেই বিষয়টা আগে বুঝতাম। সহ পরিচালকরাও এই বিষয়ে আমাকে খুব সাহায্য করেন।' লেটেস্ট মুভি 'পানি' -তে Joju-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম গৌরী। Abhinaya আবেগপ্রবণ হয়ে বলেন, 'সিনেমার সংলাপ আর আবেগটা একদম ন্যাচরল। তামিল, তেলুগু মুভি যেখানে চরিত্রের প্রযোজনে অপ্রাকৃতিক কিছু জিনিস যোগ করতে হয়, কিন্তু, এই সিনেমায় সবটাই ছিল ন্যাচরল।'

অভিনয় জীবনে তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রেডিও জকি হিসেবে কাজ করা। এই প্রসঙ্গে বলেন, 'অনেক সংলাপ ছিল। ক্লোজ-আপে অনেক শট ছিল। ভোর ছটা থেকে শ্যুটিং শুরু হত আর চলত দুপুর পর্যন্ত। চোখের উপর একনাগারে আলো পড়ত, কী যে কষ্ট হত। মূক ও বধির হলে অভিনয় করা যায় না এই ধারনাটা কিন্তু, একদম ভুল। আমাদের মতো মানুষেরও প্রতিভা আছে। এই বিষয়টাই আমার ইচ্ছেকে অনুপ্রাণিত করে।'  এখন অ্যাকশন মুখর ছবিতে, নেগেটিভ চরিত্র অর্থাৎ ভিলেন হিসেবে দর্শকের সামনে নিজেকে মেলে ধরতে চান। 

আরও পড়ুন : 'গুজব কিছুই না, সন্দেহের জন্ম দেয়...', ঐশ্বর্য - অভিষেকের বিচ্ছেদ ইঙ্গিত করেই লিখলেন অমিতাভ?

Abhinaya বলেন,  'দর্শক আমাকে যেভাবে চেনেন,আমি সেই চেনা ছকের বাইরে কাজ করতে চাই। ওই চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে চাই।' একদিকে যখন অভিনয় জগতে নতুন দিক উন্মোচন করতে চাইছেন তখন অন্যদিকে মাতৃবিয়োগের শোকও পেয়েছেন। মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, 'মা ছিলেন আমার সবচেয়ে বড় সাপোর্ট। মাকে সবসময় পাশে পেয়েছি। সিনেমার সেট থেকে শুরু করে সংলাপ বলার ক্ষেত্রে সাহায্য করা সবসময় মাকে পেয়েছি। আমি যখন কোনও অনুষ্ঠানে যেতাম মা ঠিক সবটা গুছিয়ে রাখতেন। চার মাস আগে মাকে হারিয়েছি। আমি সেই শোক থেকে এখনও বেরতে পারিনি। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। মাকে ছাড়া কী ভাবে চলতে হয় সেটা ধীরে ধীরে রপ্ত করতে হচ্ছে।'

 

Cinema
Advertisment