Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan: 'আমি খুব সৌভাগ্যবান...', বিচ্ছেদ চর্চা তুঙ্গে, তাঁর মধ্যেই স্ত্রী ঐশ্বর্যকে নিয়ে কোন রহস্য ফাঁস করলেন অভিষেক?

Abhishek - Aishwarya: অভিনেতার কন্যা আরাধ্যা কিছুদিন আগেই তাঁর ১৩ তম জন্মদিন পালন করেছেন। সেখানেও বাবা হিসেবে উপস্থিত ছিলেন না অভিষেক। কিন্তু, মা ঐশ্বর্যর প্রসঙ্গে যা যা বললেন অভিষেক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aishwarya abhishek divorce

Aishwarya-Abhishek: ঐশ্বর্যকে নিয়ে কী বললেন অভিষেক?

বলিউডে এখন সম্পর্কের কাটাছেঁড়া চলছে। একদিকে রহমান এবং সায়রা অন্যদিকে অভিষেক এবং ঐশ্বর্য। বচ্চন পরিবারকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্ক নাকি তলানিতে গিয়ে ঠেকেছে। অভিনেত্রী নিম্রত কৌরের সঙ্গে অভিষেকের নতুন সম্পর্ক নাকি দানা বাঁধছে।

Advertisment

যদিও এই প্রসঙ্গে কেউ মুখ খোলেননি। অভিষেক নিজেও জানাননি এই নতুন সম্পর্ক নিয়ে। বরং বারংবার তিনি সমস্ত বিষয়টা মিথ্যে বলেই চালিয়ে এসেছেন। কিন্তু, কানাঘুষো খবর ঐশ্বর্য এবং অভিষেকের বিবাহ বিচ্ছেদ নাকি আসন্ন। তাঁর মধ্যেই অভিনেতা ঐশ্বর্যর ধৈর্যকে প্রণাম জানালেন। তাঁকে তাঁর প্রাক্তন স্ত্রীকে নিয়ে বলতে শোনা গেল।

অভিনেতার কন্যা আরাধ্যা কিছুদিন আগেই তাঁর ১৩ তম জন্মদিন পালন করেছেন। সেখানেও বাবা হিসেবে উপস্থিত ছিলেন না অভিষেক। কিন্তু, মা ঐশ্বর্যর প্রসঙ্গে যা যা বললেন অভিষেক। আসলে, একথা অনেকেই জানেন, ঐশ্বর্য যেদিন থেকে মা হয়েছেন, সেদিন থেকেই তাঁর কেরিয়ারে প্রায় ইতি টেনেছেন তিনি। যখন সম্ভব হয় তখনই তিনি অভিনয় করেন। মেয়েকে পুরোটাই সামলেছেন ঐশ্বর্য। মায়ের দায়িত্ব পালন করেছেন। এমনকি, অভিষেককে তিনি এও বলেছিলেন, বাড়িতে তিনি থাকবেন, মেয়েকে মানুষ করবেন। অভিষেক বরং কাজে মন দিন।

আরও পড়ুন   -   A R Rahman - Mohini Dey: রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক? 'পাঁচবছর আগে থেকে আমি...', সুরকারকে কোন চোখে দেখেন মোহিনী দে?

কী বলছেন অভিষেক? 

তাই, আজ মেয়ে যখন এত বড় হয়ে গিয়েছে, তখন ঐশ্বর্যর কৃতিত্ব তুলেই অভিষেক বললেন... "আমি খুব সৌভাগ্যবান যে আমার বাড়ির গল্পটা এরকম। যেখানে আমি বাইরে বেরিয়ে কাজ করার সুযোগ পেয়েছি, কারণ আমি জানতাম ঐশ্বর্য বাড়িতে আছে এবং মেয়ের খেয়াল রাখছে। আমি তাঁকে সাংঘাতিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু, আমার মনে হয় বাচ্চারা সেভাবে এই বিষয়টা দেখে না।" অন্যদিকে অভিষেককে তাঁর মায়ের ভূমিকা নিয়েও বলতে শোনা গেল।

জয়া বচ্চন নিজেও তাঁর সন্তানদের জন্য, কেরিয়ারে অনেকটাই পিছিয়ে এসেছিলেন। তিনিও নিজের অভিনয় জগৎকে সংকুচিত করেছিলেন। কিন্তু, বাবা অমিতাভের কথা বলতেই তিনি জানান, সিনিয়র বচ্চন ব্যস্ত থাকতেন কিন্তু, জীবনের গুরুত্বপূর্ণ সব দিনে ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাতেন।

Bollywood Couple Bollywood Actor Aishwarya Rai Bachchan Bollywood Celeb Home Abhishek Bachchan
Advertisment