Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhishek- Aishwarya Divorce Rumour : বিচ্ছেদচর্চার মাঝেই খুশির খবর! ফের একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য?

Abhishek- Aishwarya Divorce Rumour : অনেকদিন ধরেই বচ্চন পরিবারে ভাঙনের সুর শোনা যাচ্ছিল। অভিষেক আর ঐশ্বর্যর পথ আলাদা হয়েছে বলেই জোর চর্চা টিনসেলটাউনে। বলিউড ডিভা নিমরিত কৌরের জন্যই বচ্চন বধূর বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয়েছে বলেই খবর। বিচ্ছেদ নিয়ে যখন জল্পনা তুঙ্গে সেই সময় তারকা দম্পতির ফের মিলনের খবর!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বিচ্ছেদচর্চার মাঝেই মিলন অভিষেক-ঐশ্বর্যের?

বিচ্ছেদচর্চার মাঝেই মিলন অভিষেক-ঐশ্বর্যের?

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan : বলিউডের পাওয়ার কাপল হিসাবেই সকলের কাছে পরিচিত অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, জুনিয়র বচ্চন আর রাই সুন্দরীর সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। বৈবাহিক জীবনে ঝড় উঠেছে বলেই গুঞ্জন। বিগত কয়েকমাস ধরেই বচ্চন পরিবারে ভাঙনের সুর একেবারে তুঙ্গে। আদুরে কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে প্রায়ই পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হন রাই সুন্দরী। কিন্তু, মা-মেয়ের সঙ্গে দেখা যায়না অভিষেককে। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায়নি মিস্টার অ্যান্ড মিসেস বচ্চনকে। 

Advertisment

বিটাউনে কান পাতলে বা সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও দেখে আমজনতা মনে করেন শাশুড়ি আর ননদের সঙ্গে বউমার সম্পর্ক মোটেই ভালো নয়। তাই বচ্চন দম্পতির বিচ্ছেদের গুঞ্জনের শুরুতে ভক্তরা অনেকেই ভেবেছিলেন বিচ্ছেদের নেপথ্যে রয়েছে পারিবারিক মনোমালিন্য। কিন্তু, লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, বলি ডিভা নিমরিত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অমিতাভ পুত্র। 

বিচ্ছেদচর্চার মাঝেই অভিষেক-ঐশ্বর্য জুটির ভক্তদের জন্য রয়েছে খুশির খবর। ফের মিলন হবে বচ্চন দম্পতির। আরও একবার একসঙ্গে দেখা যাবে দুজনকে। তবে রিয়েলে নয়, রিলে। হ্যাঁ, রিপোর্ট মোতাবেক, মণি রত্নমের আগামী ছবিতে জুটি বাঁধতে পারেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। পরিচালক তাঁর পরবর্তী ছবির স্ক্রিপ্টের কাজও শেষ করে ফেলেছেন বলেই খবর। 

আরও পড়ুন : দিওয়ালিতে স্বপ্নপূরণ অনন্যার, উত্তেজিত হয়ে কী বললেন অভিনেত্রী?

২০০৭-এ মণি রত্নম পরিচালিত গুরুতে একসঙ্গে কাজ করেছিলেন তারকা দম্পতি। বক্স অফিসে মেগা হিট ছবির তকমাও পেয়েছিল গুরু। আরও একবার বচ্চন দম্পতির অন স্ক্রিন কেমেস্ট্রির কামব্যাকের খবরে খুশি জুটির অনুরাগীরা। উল্লেখ্য, এই ছবির শ্যুটিংয়ের সময়ই কাছাকাছি আসেন অভিষেক-ঐশ্বর্য। মণি রত্নমের রাবণ ছবিতেও অভিনয় করেছিলেন তাঁরা। বড় পর্দায় ফের অ্যাশ-অভিষেক ম্যাজিকের অপেক্ষায় দর্শক।  

 

Aishwarya Rai Bachchan Bollywood Couple Abhishek Bachchan bollywood
Advertisment