Advertisment
Presenting Partner
Desktop GIF

Ananya Panday Dream : দিওয়ালিতে স্বপ্নপূরণ অনন্যার, উত্তেজিত হয়ে কী বললেন অভিনেত্রী?

Ananya Panday Dream : দিওয়ালিতে দীর্ঘদিনের স্বপ্নপূরণ অনন্যার। ভ্লগ শেয়ার করে নিজের খুশি সকলের সঙ্গে ভাগ করে নিলেন চাঙ্কি কন্যা। মেয়ের স্বপ্নপূরণে খুশি অনন্যার মা-বাবা। দিদির জীবনের আনন্দকে সকলের সঙ্গে শেয়ার করেছেন তুতো বোন অলন্যা পাণ্ডে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
দিওয়ালিতে দীর্ঘদিনের স্বপ্নপূরণ অনন্যার

Ananya Panday : দিওয়ালিতে দীর্ঘদিনের স্বপ্নপূরণ অনন্যার

Ananya Panday Dream:'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' দিয়ে বলিউডে হাতেখড়ি চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডের। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তবে বি-টাউনে পায়ের নীচের জমি শক্ত করতে পারেননি অনন্যা। অভনেত্রী হিসাবে বক্স অফিসে দুর্দান্ত হিট ছবি এখনও সে ভাবে উপহার দিতে পারেননি। তবে পেজ ৩ পার্টি বা আম্বানীদের বিয়ের মতো হাইপ্রোফাইল ইভেন্টে তাঁর উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ে। দিওয়ালিতে যখন চারিদিক আলোর রোশনাইতে সেজে উঠেছে, তখন অনন্যার জীবনেও এল খুশির মরশুম। আলোর উৎসবের দিনই স্বপ্নপূরণ হয়েছে অনন্যার।

Advertisment

আর সেই জন্য আনন্দে একেবারে আত্মহারা বিটাউন গার্ল অনন্যা পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে অনন্যার উচ্ছ্বাস একেবারে স্পষ্ট। তাহলে জেনে নেওয়া যাক কী কারণে উচ্ছ্বসিত অনন্যা পাণ্ডে? কী ভাবছেন, স্বপ্নের কোনও চরিত্রের প্রস্তাব পেয়েছেন? না, বিষয়টা একটু অন্যরকম। ফুলঝুরির বাক্সের উপর নিজের ছবি দেখে খুশিতে রীতিমতো নাচছেন চাঙ্কি কন্যা। দিওয়ালি সেলিব্রেশনের দিন অনন্যার তুতো বোন অলন্যা পাণ্ডে একটি ফুলঝুরির বাক্সের উপর দিদির ছবি দেখতে পান। 

সেটি অনন্যাকে দেখানো মাত্রই চেহারায় যেন একটা আলাদা 'গ্লো' চলে আসে অনন্যার। ফুলঝুরির প্যাকেটে নিজের ছবি দেখে দীর্ঘদিনে স্বপ্নপূরণ হল তাঁর। অনন্যার জীবনের বিশেষ মুহূর্তের সেই ভিডিওটি অলন্যা পাণ্ডে সকলে সঙ্গে ভাগ করে নিয়েছেন। উত্তেজিত হয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে বলে ওঠেন, 'ফুলঝুরির প্যাকেটে আমার ছবি। বহুদিনের স্বপ্ন সত্যি হল'। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে অনন্যা পাণ্ডের সেই ভিডিওটি। 

আরও পড়ুন:  বিচ্ছেদ বিরহে একাকীত্বে ভুগেছেন! ভাঙা মনে কী ভাবে প্রলেপ দিচ্ছেন অর্জুন?

আনন্দের সঙ্গে নিজের ছবি মা-বাবাকে দেখাচ্ছেন অনন্যা। একগাল হেসে মাকে বলছেন, 'মম আমার ছবিটা ফুলঝুরির প্যাকেটের উপর। এটা তো আমার ইনস্টাগ্রামের ছবি।' এরপর কাকা অর্থাৎ চাঙ্কি পাণ্ডের দিকে ক্যামেরা ফোকাস করেন অলন্যা। মেয়ের ছবি দেখে খুশি বাবা-ও।

'লাস্ট বাট নট ইন লিস্ট', এই ফুলঝুরির প্যাকেটটা কোথা থেকে পাওয়া গেল? সেই প্রসঙ্গে অলন্যার বেটারহাফ বলেন, 'রাস্তার পাশে আতসবাজির একটি দোকানে দেখতে পাই। দেখে প্রথমে অনন্যার মতো লাগছিল। নিশ্চিত হওয়ার পরই প্যাকেটটা কিনে নিলাম। অনন্যার ছবি দেওয়া প্যাকেট তো কিনতেই হবে।' নিজের ছবি আঁকা সেই প্যাকেট ও ফুলঝুরি নিয়ে পরিবারে সকলের সঙ্গে ক্যামেরায় পোজ দেন অনন্যা। নিজের ভ্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 

Bollywood News diwali 2024 bollywood actress Ananya Panday
Advertisment