অভিষেক বচ্চন ও ফারহান আখতার-- দুজনের কাছেই বছরটা গুরুত্বপূর্ণ কারণ দুজনের হাতেই রয়েছে দুটি গুরুত্বপূর্ণ রিলিজ। 'দ্য বিগ বুল' এবং 'তুফান'-- দুটি ছবির ফার্স্ট লুক এল বছরের গোড়াতেই। হর্ষদ মেহতার অর্থ কেলেঙ্কারীর ছায়া অবলম্বনে নির্মিত 'দ্য বিগ বুল'-এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। আর রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ছবি 'তুফান'-এ আবারও এক ক্রীড়া তারকার চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে।
এর আগে 'ভাগ মিলখা ভাগ'-এ 'দ্য ফ্লাইং সিখ', মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন ফারহান। ওই ছবিরও পরিচালক ছিলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। বছরের গোড়াতেই মুক্তি পেল ছবির ফার্স্ট লুক। এই ছবিতে ফারহান ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল ও মৃণাল ঠাকুর।
আরও পড়ুন: শুরুতেই জমজমাট! জানুয়ারিতে আসছে যে ৫টি হিন্দি ছবি
অভিষেক বচ্চনের 'দ্য বিগ বুল'-এর মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে এই বছরেই যে মুক্তি পাবে, তা একপ্রকার ঠিক হয়ে রয়েছে। ১৯৯২ সালে দেশের শেয়ার মার্কেটে ৫০০ কোটি টাকার একটি দুর্নীতির মাস্টারমাইন্ড ছিলেন হর্ষদ মেহতা। এই দুর্নীতিকে ফাঁস করেছিলেন সাংবাদিক সুচেতা দালাল।
'দ্য বিগ বুল'-এর ফার্স্ট লুক।
এই ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে 'দ্য বিগ বুল'। অভিষেক বচ্চন-এর চরিত্রটি হর্ষদ মেহতার মতোই এক মানি মার্কেট জায়ান্ট। মূল ঘটনার সঙ্গে কতটা মিল রয়েছে ছবির গল্পের, তা অবশ্য ছবিটি মুক্তি পেলে বোঝা যাবে। ছবির পরিচালক কুকি গুলাটি ও সহ-প্রযোজক অজয় দেবগণ।
অন্যদিকে ফারহান আখতারের ছবির মূল চরিত্র একজন বক্সার। আগামী ২ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি। সদ্য টুইটারে ফারহান শেয়ার করেছেন ফার্স্ট লুক--
'তুফান'-এর যুগ্ম প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি-র এক্সেল এন্টারটেনমেন্ট এবং রম্প পিকচার্স।