Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhishek-Aishwarya: 'সৌন্দর্যের জন্যই যদি...', ডিভোর্স গুঞ্জনের মাঝে ভইরাল ঐশ্বর্য-অভিষেকের পুরনো প্রেম

Abhishek-Aishwarya:ঐশ্বর্যর সৌন্দর্যকে কটাক্ষ। স্ত্রীর অপমান সইতে না পেরে ফুঁসে উঠলেন অভিষেক। ডিভোর্স চর্চার মাঝে ভাইরাল পুরনো প্রেম।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ডিভোর্স গুঞ্জনের মাঝে ভইরাল ঐশ্বর্য-অভিষেকের পুরনো প্রেম

ডিভোর্স গুঞ্জনের মাঝে ভইরাল ঐশ্বর্য-অভিষেকের পুরনো প্রেম

Abhishek-Aishwarya:অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক জীবনে ঝড়! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে অন্তত এমনটাই শোনা যাচ্ছে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে একটি শব্দও খরচ করেননি বচ্চন দম্পতি। বিটাউনের কানাঘুষো, নিমরত কৌরের জন্যই অ্যাশ-অভিষেকের সম্পর্কে চিড় ধরেছে। সেই নিমরতও একেবারে স্পিকটি নট। বচ্চন পরিবারে যখন ভাঙনের সুর, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অতীতের সুন্দর স্মৃতিগুলো। কখনও জয়া বচ্চন তো কখনও আবার ননদ শ্বেতা বচ্চন নন্দা ঐশ্বর্য-অভিষেককে সুখী দাম্পত্যের টিপস দিয়েছেন।

Advertisment

অন্যদিকে অভিষেক-নিমরতের দশভি ছবির প্রচারের সময় খুনসুটিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডিভোর্স গুঞ্জনের মাঝে জুনিয়র বচ্চন ও রাই সুন্দরীর একটি পুরনো সাক্ষাৎকার বেশ ভাইরাল। যেখানে স্ত্রীর নামে নিন্দা শুনে একেবারে ফুঁসে উঠেছিলেন। 

প্রসঙ্গত, BBC Asian Network-এর একটি শোয়ে স্বামী-স্ত্রী দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে রাই সুন্দরীর সৌন্দর্য নিয়ে কথা ওঠে। তিনি নাকি শুধুমাত্র সৌন্দর্যের নিরিখেই কাজ পান। শুধু তাই নয় বচ্চন বধূর সৌন্দর্যকে প্লাস্টিক বলেও কটাক্ষ করা হয়েছিল। সেই সময় রাগে ফুঁসে উঠে প্রতিবাদ করেছিলেন অভিষেক।

যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন, সৌন্দর্যকে হাতিয়ার করেই সব সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি। চোখের বালি, রেইনকোট, গুরু-র মতো সিনেমায় তাঁর অভিনয়ই দাগ কেটেছিল দর্শকের মনে। ওই সাক্ষাৎকারেই অভিষেক আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন, ঐশ্বর্যের গুণের কথা তিনি স্বামী হিসেবে নয়, একজন কো-স্টার, অভিনতা হিসেবে বলেছেন। 

প্রসঙ্গত, গুরু সিনেমায় শ্যুটিংয়ের সময়ই একে অপরের প্রেমে পড়েন বচ্চন দম্পতি। বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ইন্ডাস্ট্রির পাওয়ার হিসেবেই পরিচিত অভিষেক-ঐশ্বর্য জুটি। আম্বানীদের বিয়ের অনুষ্ঠানে তাঁদের বিচ্ছেদ জল্পনা আরও প্রকট হয়ে ওঠে। পুরো বচ্চন পরিবার একসঙ্গে ক্যামেরায় পোজ দেয়।

আরও পড়ুন : অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড়? চর্চার মাঝে নিমরতকে চিঠি অমিতাভের!

অন্যদিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে আম্বানীদের বিয়েতে যান ঐশ্বর্য। এর আগেও অবশ্য স্কুলের অনুষ্ঠানে মা-মেয়ের সঙ্গে দেখা মেলেনি অভিষেকের। আলাদা গাড়িতে এসেছিলেন তাঁরা। জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখা যায়ন। সোশ্যাল মিডিয়ায় নাম মাত্র শুভেচ্ছাবার্তা দিয়ে পোস্ট শেয়ার করছিলেন দম্পতি। 

Bollywood Couple Bollywood Actor bollywood movie Bollywood Wedding Bollywood Celeb Home Bollywood News bollywood actress
Advertisment