Advertisment

Abhishek Marriage Advice : 'বউ যা বলবে সেটাই তো করতে হবে', ডিভোর্স গুঞ্জনের মাঝে দাম্পত্য টিপস! অভিষেকের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে

Abhishek-Aishwarya Wedding : ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিচ্ছেদ জল্পনা এখন বিনোদনের হট কেক। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিষেকের 'ম্যারেজ টিপস'।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
abhishek bachchan, aishwarya bachchan, abhishek-aishwarya

ডিভোর্স গুঞ্জনের মাঝে দাম্পত্য টিপস!

Abhishek Bachchan : অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্স গুঞ্জন এখন টক অফ দ্য টাউন। সত্যিই দাম্পত্যে সমস্যা নাকি পুরোটাই গুজব? তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের থেকে দূরে ছিলেন ঐশ্বর্য-আরাধ্যা। যা তাঁদের বিচ্ছেদর জল্পনাকে উসকে দিয়েছিল। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে রাই সুন্দরী নিজেকে ঐশ্বর্য রাই বলে সম্বোধন করেছেন। বচ্চন পদবি সরিয়ে ফেলতেই বিচ্ছেদ জল্পনা আরও জোড়াল হয়েছে। জুনিয়র বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছে বলি ডিভা নিমরত কৌরের। তবে এই প্রসঙ্গে প্রত্যেকেই মুখে কুলুপ এটে রয়েছেন।

Advertisment

বিচ্ছেদ চর্চার মাঝেই স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ নিয়ে একটি ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করেছেন। মজা করে জুনিয়র বচ্চন বলেন, বিয়ের পর স্ত্রীর কথা মতোই প্রত্যের স্বামীকে চলতে হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে Filmfare OTT Awards 2024। সেখানেই সঞ্চালক অভিষেকের কাছে জানতে চান, তিনি কী ভাবে 'আই ওয়ান্ট টু টক'-এ এত সুন্দর অভিনয় করলেন।

Advertisment

আরও পড়ুন: মরুভূমিতে চর্চিত প্রেমিকের সঙ্গে ছুটির মুডে! রাজস্থান থেকে ছবি পোস্ট সারার

পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিষেক বলেন, 'পরিচালক যা বলেন সেটাই করি। নিজের থেকে কিছু নয়। চুপচাপ কাজ করে বাড়ি চলে আসি।' জুনিয়র বচ্চনের এই উত্তর শুনে সঞ্চালক মজা করে প্রশ্ন করেন, তিনি কি স্ত্রীর ক্ষেত্রেো এইরকমই বাধ্য? অভিষেকের অকপট জবাব, 'প্রতিটি বিবাহিত পুরুষের ক্ষেত্রেই এটাই সত্যি। বউয়ের কথা মতোই কাজ হবে।'

অভিষেক বচ্চনের এই উত্তর শুনে প্রশ্ন জাগছে, তাহলে বচ্চন দম্পতিকে ঘিরে যে চর্চা চলছে সেটা আদৌ সঠিক কিনা। অ্যাশ-অভিষেক জুটির ভক্তরা কিন্তু, জুনিয়র বচ্চনের বিবৃতিতে বেশ খুশি। ডিভোর্স গুঞ্জন প্রসঙ্গে সঠিক তথ্য জানতে উদগ্রীব।  অভিষেক বচ্চন অভিনীত শেষ ছবি  I Want to Talk। সুজিত সরকারের পরিচালনায় অভিষেকের অভিনয়ের ভুয়সী প্রশংসা করেছেন সমালোচকরা। অনেকের মতে এটি অভিষেকের কেরিয়ারের অন্যতম সেরা ছবি।  

bollywood movie Aishwarya Rai Bachchan Bollywood News Abhishek Bacchan bollywood actress Bollywood Actor Bollywood Couple Bollywood Wedding
Advertisment