Sara Ali Khan: মরুভূমিতে 'প্রেমিকের' সঙ্গে উষ্ণতার খোঁজে সারা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সইফ-কন্যার ছবি

Sara-Arjun Holiday : রাজস্থানের একই জায়গা থেকে আলাদাভাবে ছবি পোস্ট করেছেন তাঁরা। ইনস্টা স্টোরিতে সারা-অর্জুনের ছবি দেখে দুইয়ে-দুইয়ে চার করল নেটিজেনরা।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
Sara Ali Khan, Sara Ali Khan trolled, Sara Ali Khan airport, Saif Kareena, Bollywood news, সারা আলি খান, সারা আলি খান ট্রোলড, বিমানবন্দরে সারা, সইফ-কন্যা, সইফ আলি খান, সইফ করিনা, বলিউডের খবর

মরুভূমিতে চর্চিত প্রেমিকের সঙ্গে রোম্যান্স!

Sara-Arjun : অভিনেত্রী হিসেবে পায়ের তলার মাটি শক্ত করেছেন সারা আলি খান। প্রথম ছবি কেদারনাথ দারুণ সফল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নবাব নন্দিনীকে। একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সারার অভিনয় বারবার দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির গুঞ্জন, সারার জীবনে এখন প্রেমের বসন্ত। রাজস্থানে চর্চিত প্রেমিকের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুগলের ছবি। ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনেই একই জায়গা থেকে ছবি শেয়ার করেছেন। তবে একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি। দুজনের আলাদা ছবি দেখেই নেটনাগরিকরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। 

Advertisment

রাজস্থান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সারা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মুহূর্ত থেকে শরীরচর্চার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেদারনাথ খ্যাত অভিনেত্রী সারা আলি খান। রাজস্থানে সাফারির ছবিও শেয়ার করেছেন।

Advertisment

অন্যদিকে সারার চর্চিত প্রেমিক অর্জুন প্রতাপও হোটেলের জিম থেকে ওয়ার্কআউটের ছবি পোস্ট করেছেন। একই জায়গা থেকে যে দুজনে ছবি শেয়ার করেছেন সেটা কিন্তু, নেটিজেনরা খুব নিমেষে ধরে ফেলেছেন। অর্জুন-সারার প্রেমচর্চার সূত্রপাত অক্টোবর থেকে। যথখন তাঁরা কেদারনাথ দর্শনে গিয়েছিলেন। সেই সময় একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন সারা-অর্জুন।

পর্বতের উপর প্রার্থনা করার মুহূর্তটাও শেয়ার করেছিলেন চর্চিত লাভবার্ডস। অর্জুন প্রতাপ বাজওয়া একজন নামজাদা মডেল। একটা সময় সহকারী হিসেবেও বলিউডি ছবিতে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছে অক্ষয় অভিনীত সিং ইজ ব্লিং। সারার ঝুলিতে রয়েছে অ্যাকশন মুভি 'স্কাই ফোর্স'। এখানে তাঁর বিপরীতে দেখা যাবে বলিউডের খিলাড়ি আক্কিকে। আয়ুষ্মান খুরানার সঙ্গেও একটি ছবিতে কাজ করবেন সারা। 

আরও পড়ুন: 'আপনি বলতে পারবেন না শুধু...', নতুন পোস্টে কাকে ধমক অমিতাভের? জল্পনা তুঙ্গে

 

bollywood movie Sara Ali Khan Bollywood News bollywood actress Bollywood Couple