Abhishek 2nd baby Plan : ডিভোর্স গুঞ্জনের মাঝেই তিন থেকে চার হওয়ার ভাবনা! দ্বিতীয় সন্তান নিয়ে কী বলছেন অভিষেক?

Abhishek Bachchan: ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স নিয়ে গুঞ্জন চলছেই। এর মাঝেই ভাইরাল অভিষেকের দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনার কথা।

Abhishek Bachchan: ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স নিয়ে গুঞ্জন চলছেই। এর মাঝেই ভাইরাল অভিষেকের দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনার কথা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
দ্বিতীয় সন্তান নিয়ে কী বলছেন অভিষেক?

দ্বিতীয় সন্তান নিয়ে কী বলছেন অভিষেক?

Abhishek Talked About second Baby Planning: অভিষেক-ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ জল্পনা একেবারে তুঙ্গে। যদিও ডিভোর্স গুঞ্জনের মাঝেই মুম্বইয়ে একটি হাইপ্রোফাইল ইভেন্টে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন বচ্চন দম্পতি। যা দেখে খুশি অভিষেক-ঐশ্বর্য জুটির ভক্তরা। আরাধ্যার জন্মদিন পার্টিরও একটি ক্লিপিং ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে একসঙ্গে দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যকে।

Advertisment

এদিকে আবার বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা তাঁদের পথ আলাদা হওয়ার ইঙ্গিত দিয়েছে। আম্বানিদের বিয়েতে বচ্চন পরিবারে অনুপস্থিত রাই সুন্দরী। মেয়েকে নিয়ে আলাদা এন্ট্রি। দুবাইয়ের অনুষ্ঠানে বিয়ের আগের পদবি ব্যবহারের মতো বিচ্ছিন্ন ঘটনা। এসবের মাঝেই 'সেকেণ্ড বেবি প্ল্যান'  করছেন জুনিয়র বচ্চন?

অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য নিয়ে যখন কাটাছেঁড়া চলছে সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অতীতের একটি শোয়ে অভিনেতার মন্তব্য। রীতেশ দেশমুখ সঞ্চালিত 'Case Toh Banta Hai'-তে এসেছিলেন অভিষেক। দুজনের যে ভাল বন্ডিং রয়েছে সে কথা আজ আর আলাদা করে বলার অবকাশ রাখে না।

ওই শোয়ে রীতেশ অভিষেকের কাছে জানতে চেয়েছিলেন আরাধ্যার পর তাঁদের জীবনে আর কোনও নতুন অতিথি আসবে না? রীতেশ মজা করে বলেছিলেন, 'অমিতাভ জি, ঐশ্বর্য, অভিষেক, আরাধ্যা সকলের নামের শুরু A দিয়ে। শুধু জয়া আন্টি আর শ্বেতা কেন আলাদা'?

Advertisment

 আরও পড়ুন: বিচ্ছেদচর্চার মাঝে অভিষেক-ঐশ্বর্যর টুইনিং, হাসি মুখে ক্যামেরায় পোজ বচ্চন দম্পতির, ভাইরাল ছবি

এই প্রশ্ন শুনে হেসে কুটোপুটি অভিষেক। উত্তরে তিনি বলেন, 'এই প্রশ্নটা তো ওদেরকেই করতে হবে। তবে আমাদের পরিবারে A দিয়ে নাম শুরুর ধারাবাহিকতা বজায় থাকবে যেমন অভিষেক-ঐশ্বর্য-আরাধ্যা...'। এটা শুনেই রীতেশের পালটা প্রশ্ন, 'আরাধ্যার পর কে'? অভিষেক কোনও রাখঢাক না করেই বলেন, 'আমরা তখন বিষয়টা দেখব যখন পরবর্তী প্রজন্ম আসবে'।

রীতেশ তখন নিজের পরিবারের উদাহরণ টেনে বলেন, 'যেমন আমার রীতেশ-রিয়ান-রাহেল। তোমাদের অভিষেক-আরাধ্যা...'। এরপর বড় দাদার মতো অবিষেক খানিক গুরু গম্ভীর গলায় বলেন, 'আমাদের বয়সের ব্যবধানটা মনে রেখো রীতেশ। আমি কিন্তু, তোমার থেকে বড়। সঙ্গে সঙ্গে রীতেশ অভিষেকের পা ছুঁয়ে প্রনাম করেন। যা দেখে হেসে খুন দর্শক'। 

আরও পড়ুন: ছেলে-বউমার সংসারে ভাঙন! কেবিসির সেটেই অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স গুঞ্জন নস্যাৎ করলেন অমিতাভ?

Abhishek Bachchan bollywood movie Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple Aishwaryaa Rajinikanth