Advertisment
Presenting Partner
Desktop GIF

Aishwarya-Abhishek: বিচ্ছেদচর্চার মাঝে অভিষেক-ঐশ্বর্যর টুইনিং, হাসি মুখে ক্যামেরায় পোজ বচ্চন দম্পতির, ভাইরাল ছবি

Aishwarya-Abhishek Together : অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স নিয়ে গুঞ্জন চলছে প্রায় একবছর। এর মাঝেই একসঙ্গে বচ্চন দম্পতির ছবি ভাইরাল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বিচ্ছেদচর্চার মাঝে অভিষেক-ঐশ্বর্যর টুইনিং

বিচ্ছেদচর্চার মাঝে অভিষেক-ঐশ্বর্যর টুইনিং

Aishwarya-Abhishek Photo : গত বছর থেকেই বচ্চন পরিবারে ভাঙনের সুর। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে বলেই গুঞ্জন টিনসেলটাউনে। জুনিয়র বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছে বলি ডিভা নিমরত কৌরের। কিন্তু, বিগত এক বছরের বেশি সময় শুধু চর্চাই চলছে। বচ্চন পরিবারের কোনও সদস্য এই প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। অথচ তাঁদের কার্যকলাপে বারবার যেন বিচ্ছেদ গুঞ্জনই জোড়াল হচ্ছে।

Advertisment

আম্বানিদের বিয়ের পার্টিতে একসঙ্গে ছিলেন না অ্যাশ-অভিষেক, দুবাইয়ের ইভেন্টে নামের পাশ থেকে সরিয়ে দিয়েছন বচ্চন পদবি। এছাড়াও রয়েছে আরও অনেক বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরাধ্যার জন্মদিন পার্টিতে একছাদের নীচে বচ্চন দম্পতি। এবার একটি অনুষ্ঠানে একসঙ্গে লেন্সবন্দি হলেন অভিষেক-ঐশ্বর্য। 

Advertisment

উল্লেখ্য, কালো আউটফিটে নজর কেড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অভিষেকের পরনেও ছিল কালো স্যুট। ঘনিষ্ঠভাবেই স্ত্রীর সঙ্গে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিষেক। মুম্বইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে বৃহস্পতিবার রাতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন রাই সুন্দরীর মা বৃন্দা রাই-ও। প্রযোজক অনু রঞ্জন তাঁর প্রোফাইল থেকে বেশ কিছু ছবি শেয়ার করে লিখেছেন, 'অনেক ভালবাসা।'

পাপারাৎজ্জিদের দিকে হাসি মুখে পোজ দিয়েছেন বচ্চন দম্পতি। কখনও আবার সেলফিতে মজে রাই সুন্দরী। ওই পার্টিতে উপস্থিত ছিলেন আরও এক বলি প্রযোজক মনিশ গোস্বামী ও অভিনেত্রী আয়েশা জুলকা। মনিশও তাঁর প্রোফাইল থেকে ছবি শেয়ার করেছেন। 

প্রসঙ্গত,  মুম্বইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে বৃহস্পতিবার রাতের পার্টিতে ছিলেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকরও। দীর্ঘ ১৭ বছরের বিবাহিত জীবন অ্যাশ-অভিষেকের। আরাধ্যা তাঁদের একমাত্র মেয়ে। ঐশ্বর্য যে সবসময় মেয়েকে আগলে রাখেন সেই নজির বারবার ধরা পড়ে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায়। অভিষেকও রাই সুন্দরীকে মা হিসেবে সর্বদাই ফুল মার্কস দেন। ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে মণি রত্নমের পোন্নিইন সেলভন: পার্ট ২। অন্যদিকে অভিষেকের লেটেস্ট রিলিজ 'আই ওয়ান্ট টু টক' বেশ ভালই সাড়া ফেলেছে। 

আরও পড়ুন: 'অনেকগুলো সন্তান চাই', শোভিতার সঙ্গে ঘর বেঁধেই ফ্যামিলি প্ল্যানিং শুরু নাগা চৈতন্যর!

Bollywood Couple Bollywood Actor bollywood movie Aishwarya Rai Bachchan Abhishek Bacchan bollywood actress
Advertisment