Advertisment
Presenting Partner
Desktop GIF

Aaradhya Birthday Party : আরাধ্যার জন্মদিন পার্টিতে অভিষেক-ঐশ্বর্যর রিইউনিয়ন! উইকএন্ডে ভাইরাল ভিডিও

Abhishek-Aishwarya At Aaradhya Birthday Party : ১৬ নভেম্বর ছিলআরাধ্যার জন্মদিন। সেইদিন ঐশ্বর্য-অভিষেকের মেয়েকে নিয়ে কোনও পোস্ট দেখা যায়নি। জন্মদিনের বেশ কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুগলের ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
আরাধ্যার জন্মদিন পার্টিতে অভিষেক-ঐশ্বর্যর রিইউনিয়ন

আরাধ্যার জন্মদিন পার্টিতে অভিষেক-ঐশ্বর্যর রিইউনিয়ন

Abhishek-Aishwarya Reunion : ১৬ নভেম্বর ছিল বচ্চন পরিবারের নাতনি ওরফে অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিন। সেই দিন সোশ্যাল মিডিয়ায় মেয়েকে নিয়ে কোনও পোস্ট করেননি বচ্চন দম্পতি। ওই ঘটনা আরও একবার উসকে দিয়েছিল অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ জল্পনা। শুধু মিস্টার অ্যান্ড মিসেস বচ্চনই নয়, পরিবারের কেউই সমাজমাধ্যমের পেজে ছোট্ট আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনার মাঝে তাঁরা একে অপরকেও সোশ্যাল মিডিয়ায় নাম মাত্র শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে আরাধ্যার জন্মদিনের বেশ কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুটি ভিডিও। যেখানে মেয়ের বার্থডে পার্টিতে দেখা গেল অভিষেককে। 

Advertisment

এই ভিডিও-তে অভিষেককে দেখা গেলেও রাই সুন্দরীর সঙ্গে দেখা যায়নি। দুজনের পৃথক দুটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নিন্দুকের একাংশ মনে করছে, অভিষেক-ঐশ্বর্যর মধ্যে সবকিছুই ঠিকঠাক আছে। কারও মতে, মেয়ের জন্মদিন বলেই এসেছিলেন অভিষেক। জুনিয়র বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী নিমরত কৌরের। যদিও সেই প্রসঙ্গে মুখে কুলুপ এটে দুজনেই। কোনও প্রতিক্রিয়া দেননি রাই সুন্দরী ও বচ্চন পরিবারের সদস্যরা। 

Advertisment

দুবাইয়ের এক অনুষ্ঠানে নিজেকে বচ্চন পদবি সরিয়ে নিজেকে ঐশ্বর্য রাই বলেই পরিচয় দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের ভাঙন নিয়ে যখন চর্চা তুঙ্গে সেই সময়  এক হ্যান্ডসম হ্যাঙ্কের সঙ্গে সেলফিতে নজর কাড়লেন প্রাক্তন বিশ্বসুন্দরী। ঐশ্বর্য তাঁর নতুন প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছেন। শ্যুটিং ফ্লোর থেকে ছবি পোস্ট করেছেন তাঁর মেকাপ আর্টিস্ট। 

ক্যাপশনে লিখেছেন, 'আ লাভলি ডে অ্যাট ওয়ার্ক।' যার বাংলা তর্জমা করলে হয় কর্মক্ষেত্রের একটা সুন্দর দিন। নতুন প্রজেক্ট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে রিপোর্ট মোতাবেক, কোনও সিনেমার শ্যুটিং নয়। একটি বিজ্ঞাপনে কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন। রাই সুন্দরীকে দেখে তাঁর ভক্তরা কিন্তু, খুবই উচ্ছ্বসিত। এক অনুরাগী লিখেছেন, 'ও গড! ঐশ্বর্য আবার কাজে ফিরেছে দেখে খুব খুশি হলাম।'

আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনের মাঝেই 'ব্যাক টু ওয়ার্ক', হ্যান্ডসম হ্যাঙ্কের সঙ্গে ভাইরাল ঐশ্বর্যর সেলফি!

Bollywood Couple Bollywood Actor bollywood movie Aishwarya Rai Bachchan Abhishek Bachchan Bollywood News bollywood actress
Advertisment