/indian-express-bangla/media/media_files/2025/10/12/abhishek-2025-10-12-12-07-44.png)
যা যা ঘটল সেই মঞ্চে...
Abhishek Bachchan: অবশেষে এই বিশেষ বিভাগে পুরস্কার হাতে পাওয়ার সৌভাগ্য হল। অভিষেক বচ্চন, তাঁর দীর্ঘদিনের কেরিয়ারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ব্ল্যাক লেডিকে ছুঁতে পারার আনন্দ পেলেন। কিংবদন্তি অমিতাভ বচ্চনের পুত্র হয়েও কেরিয়ারের প্রথমদিকে তিনি পরিচিতি পেলেও অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করতে পারেননি। এমনকি, গুরু ছবিতে তাঁর অভিনয় দারুণ কিছু চরিত্র তাঁকে শুরুর দিকে উপহার দিতে পারল না। তাঁকে স্টিরিওটাইপ হিসেবেই ভাবা হতে থাকে। তবে, শেষ কিছু ছবিতে তিনি তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিলেন।
তাঁর মধ্যে সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক অন্যতম। সেই ছবির জন্যই ফিল্মফেয়ার পুরস্কার পেলেন তিনি। পরনে সাদা রঙের স্যুট, অভিনেতা যেন আশাও করতে পারেননি এই পুরস্কার তিনি পেতে পারেন। পরিবারের অনেকেই সেই সময় তাঁর পাশে ছিলেন। তবে, মা জোয়ার থেকে বেশি আনন্দ বোধহয় কেউ পাননি তখন। ছেলেকে নতুন আনন্দে ভাসতে দেখে যে জয়া সাধারণত হাসেন না, তিনিও তাঁকে জড়িয়ে ধরেন। ছেলের এই সাফল্যে তিনি পাশে থাকবেন না? আসনে তখন উপস্থিত বোন এবং ভাগ্নি।
Zubeen Garg Death: 'ডুবে মৃত্যু' না পরিকল্পিত হত্যাকাণ্ড? সিঙ্গাপুরে জুবিন গর্গ কাণ্ডে নয়া তদন্ত শুরু
শ্বেতা ও নব্যা, অভিষেকের নাম ঘোষণা হতেই আহ্লাদে আটখানা। এখানে তাঁকে আরও একটি কাজ করতে দেখা গেল। পাশেই বসে ছিলেন আরেক অভিনেতা কার্তিক আরিয়ান। তিনিও শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। এমন দৃশ্য জাতীয় পুরষ্কারের মঞ্চেও দেখা গিয়েছে। অভিষেক উঠে জড়িয়ে ধরেন কার্তিককে। যদিও এর আগে তিনি পেয়েছেন সহ-অভিনেতার পুরস্কার। কিন্তু, এই জয় একেবারেই আলাদা।
উপস্থিত ছিলেন ছবির পরিচালক সুজিত নিজেও। তাঁকেও জড়িয়ে ধরেন অভিষেক। এই ছবিতে একজন এমন বাঙালির ভূমিকায় অভিনয় করেছেন তিনি যিনি নিজের জীবনের মাধ্যমে বহু মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এবং, অভিনয়ের মাধ্যমেই সকলের মন জয় করেছেন। যদিও, এবছর ফিল্মফেয়ারের মঞ্চে পুরস্কার পেয়েছেন অনেক কিংবদন্তি তারকা। মরণোত্তর সম্মান পেয়েছেন নুতন এবং শ্রীদেবি।
পুরস্কার পেয়ে অভিষেক বলছেন, ৭০ বছর ধরে চলছে এই অ্যাওয়ার্ডস। সবসময় এখানে আসতে পেরে আনন্দ হত। প্রথম ফিল্মফেয়ার পেয়েছিলাম যখন এর ৫০ বছর। আর এবার পেলাম শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। যদিও গতকাল কেন ঐশ্বর্য সেখানে ছিলেন না সেই নিয়েও নানা প্রশ্ন ছিল।