Zubeen Garg Death: 'ডুবে মৃত্যু' না পরিকল্পিত হত্যাকাণ্ড? সিঙ্গাপুরে জুবিন গর্গ কাণ্ডে নয়া তদন্ত শুরু

গর্গ ২০-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এর সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন। ১৯ সেপ্টেম্বর তিনি আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের কয়েকজন সদস্যের সঙ্গে একটি ইয়ট আউটিংয়ে অংশ নেন।

গর্গ ২০-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এর সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন। ১৯ সেপ্টেম্বর তিনি আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের কয়েকজন সদস্যের সঙ্গে একটি ইয়ট আউটিংয়ে অংশ নেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zubeen1

যা জানা যাচ্ছে...

Zubeen Garg Death: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সিঙ্গাপুরে প্রখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে একটি করোনারের মামলা দায়ের করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ইয়ট ভ্রমণের সময় ৫২ বছর বয়সী এই গায়ক মারা যান। সাধারণত কোনও মৃত্যুর কারণ অজানা বা সন্দেহজনক পরিস্থিতিতে ঘটলে সিঙ্গাপুরে করোনারের তদন্ত শুরু হয়।

Advertisment

গর্গ ২০-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এর সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন। ১৯ সেপ্টেম্বর তিনি আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের কয়েকজন সদস্যের সঙ্গে একটি ইয়ট আউটিংয়ে অংশ নেন। সেখানে সাঁতার কাটার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিঙ্গাপুর কর্তৃপক্ষের দেওয়া মৃত্যুর শংসাপত্রে উল্লেখ করা হয়েছে- মৃত্যুর কারণ 'ডুবে যাওয়া'। সিঙ্গাপুরের স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষের ফরেনসিক বিশেষজ্ঞ ডা. শিজিয়া চ্যান দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানান, “এই মৃত্যু করোনারের মামলা হিসেবে নেওয়া হয়েছে এবং বর্তমানে পুলিশি তদন্ত চলছে।”

সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের চেম্বারস অনুযায়ী, করোনারের তদন্ত মূলত একটি “সত্য অনুসন্ধান প্রক্রিয়া”। এর উদ্দেশ্য দোষী নির্ধারণ নয়, বরং মৃত ব্যক্তির পরিচয়, মৃত্যুর সময়, স্থান ও পরিস্থিতি স্পষ্ট করা। করোনার্স অ্যাক্ট অনুযায়ী, এই ধরনের তদন্ত বাধ্যতামূলক যেখানে মৃত্যু “বেআইনি কাজ বা ভুলের কারণে ঘটেছে বা সন্দেহ করা হচ্ছে”, অথবা যেখানে মৃত্যুর কারণ অজানা বা সন্দেহজনক।

Advertisment

Kumar Sanu: পিছু ছাড়ছে না অশান্তি, সম্মান বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু

এই আইনে করোনারকে মৃত্যুর কারণ ও স্থান নির্ধারণে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে, এমনকি মৃতদেহ বিদেশে পাওয়া গেলেও বা সিঙ্গাপুর-নিবন্ধিত জাহাজে ঘটনা ঘটলেও। আইন অনুযায়ী, তদন্তের সিদ্ধান্ত নেওয়ার আগে করোনার মৃতের পরিবারের ইচ্ছাও বিবেচনা করতে পারেন। প্রয়োজনে পাবলিক প্রসিকিউটরও তদন্তের নির্দেশ দিতে পারেন। আইন আরও বলছে, কোনও করোনারি তদন্তে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না যা সরাসরি ফৌজদারি বা দেওয়ানি দায় নির্ধারণ করে। তবে তার অনুসন্ধান থেকে দায়বদ্ধতার ইঙ্গিত পাওয়া গেলে তাতে কোনও বাধা নেই।

এদিকে, আসামে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলাজনিত মৃত্যু ও অন্যান্য ধারায় মামলা রুজু হয়েছে। শুক্রবার গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী- নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্যকে গ্রেফতার করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তকারী বিশেষ দল (SIT) পিএসওদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেন চিহ্নিত করেছে। যেখানে এক জনের অ্যাকাউন্টে প্রায় ৭০ লক্ষ এবং অন্যজনের অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকা জমা ছিল, যা তাদের বেতন আয়ের তুলনায় অনেক বেশি।

Dharmendra First Wife: প্রথম স্ত্রীর সঙ্গে ফার্মহাউজে নিভৃতে ধর্মেন্দ্র, হেমার সঙ্গে দূরত্বের ইঙ্গিত ববি দেওলের

জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ জানান, তিনি জানতেন যে স্বামী সামাজিক কাজের জন্য পিএসওদের আর্থিক সহায়তা দিতেন, কিন্তু তাঁদের ব্যক্তিগত লেনদেন সম্পর্কে তিনি কিছু জানতেন না। এসআইটির প্রধান এম.পি. গুপ্তা ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, “দুই পিএসও-ই আসামে ছিলেন, তারা সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন না।”

Entertainment News Today Zubeen Garg