পূজো আসে, মা দুর্গা বছর পরে অনেক কিছু নিয়েও আসে আবার অনেক কিছুই একবছরে হারিয়েও যায়। সকলেই তাঁর আসার অপেক্ষা করে থাকেন। আর, এবার আবারও সেজে উঠবে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়ি। তিনি সশরীরে না থাকলে কী হবে? মা দুর্গা আবার আসবেন তাঁর বাড়িতে।
স্ত্রী সংযুক্তা নিজে হাতে সমস্তটা আয়োজন করছেন। গতবছর অসৌচের কারণে পুজো করা সম্ভব হয়নি। তবে, এবার আর কোনও খামতি থাকবে না পুজোয়, উমা আরাধনা ঠিক সেভাবেই হবে যেভাবে অভিষেক করবেন। সংযুক্তা আজও বিশ্বাস করেন তাঁর অভি তাঁর সঙ্গেই রয়েছে। রীতিনীতি মেনেই পুজো করবেন, কিন্তু তাঁর সঙ্গে বেশ কিছু গোঁড়া প্রথা ভেঙে এবারও সিঁদুর খেলবেন তিনি।
অভিষেক যে নেই, একথা আজও ভাবেন না তিনি। সারাজীবন তো, তাঁর স্ত্রী হয়েই থাকবেন। ভীষণ, উচ্চ মানসিকতার মানুষ তিনি। তাই তো, এবার আবারও দুগ্গা আরাধনায় মেতেছেন তিনি। এবার কীভাবে সব পালন করবেন? এক সাক্ষাৎকারে তিনি বলেন...
আরও পড়ুন - অগোছালো ঘর, ছড়ানো ছিটানো কাগজপত্র, বাংলার ‘প্রিয় পরিচালকের’ সঙ্গে অনেক মিল রয়েছে অমিতাভের!
"এবারও, নিয়ম মেনে দশমীর দিন সিঁদুর খেলব। অভি, হয়তো দৈহিকভাবে বেঁচে নেই। কিন্তু, আমি সারাজীবন ওর স্ত্রী। অন্য কাউকে বিয়ে করলে, আমার সঙ্গে ওর বিচ্ছেদ হত। সেই সম্ভাবনাও নেই। বিয়ের দিন ও আমায় সিঁদুর পড়িয়েছিল। তাই, সারাজীবন ওটা আমি পড়তেই পারি ওর জন্য। আজও, ওকে খুব ভালবাসি। সমাজের অনেকেই আমার এই মতামতের সঙ্গে নিজেকে মেলাতে পারবেন না। তাও, আমায় এই রীতি দিয়ে বিরুদ্ধে নিয়ে যাওয়া সম্ভব না।"
এখানেই শেষ নয়। অভিষেক ঘরণী জানান, এখনও অভিষেকের দেওয়া লোহা বাঁধানো পড়েন তিনি। হাত থেকে খোলেননি আজও। এবারও ষষ্ঠী থেকে দশমী সবকিছুই নিজে হাতে করবেন। অভিষেকের স্বপ্নের বাড়িতে এবার উমা জাকজমকের মধ্যে দিয়েই আসবেন।
যদিও, গতবছর মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু এবার পুজোয় কলকাতায়। আনন্দ করেই পুজো কাটাবেন তিনি এবং তাঁর পরিবার।