ইশার বিয়েতে অমিতাভ-আমিরের খাবার পরিবেশনের কারণ জানালেন অভিষেক

ইশা আম্বানির বিয়েতে এসে গান গেয়েছেন বিয়ন্সে, নেচেছেন ক্লিনটন থেকে শুরু করে শাহরুখ খান। এই অবধিও হজম করেছিলেন নিন্দুকেরা।

ইশা আম্বানির বিয়েতে এসে গান গেয়েছেন বিয়ন্সে, নেচেছেন ক্লিনটন থেকে শুরু করে শাহরুখ খান। এই অবধিও হজম করেছিলেন নিন্দুকেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বেশ কয়েকদিন আগেই বিয়ে সেরে ফেলেছেন মুকেশ আম্বানি কন্যা। হিলারি ক্লিনটন থেকে অমিতাভ বচ্চন, আসরে বাদ যাননি কেউই। আর হবে নাই বা কেন? দেশের অন্যতম ধনী ব্যক্তির মেয়ের বিয়ে বলে কথা। সে যাই হোক, ইশা আম্বানির বিয়েতে এসে গান গেয়েছেন বিয়ন্সে, নেচেছেন ক্লিনটন থেকে শুরু করে শাহরুখ খান। এই অবধিও হজম করেছিলেন নিন্দুকেরা। তবে আমির, বিগ বি, ঐশ্বর্য রাইকে খাবার পরিবেশন করতে দেখেই খেপে আগুন হয়েছেন ভক্তকূলের একাংশ। বিয়ের দিন রূপোর বাটিতে খাবার বেড়ে দিতে দেখা গিয়েছে অনেককেই। সেসব ছবি-ভিডিও ভাইরাল হয়েছে নেট জুড়ে।

আরও পড়ুন: ইশা আম্বানির রিসেপশন, হাজির হেমামালিনী থেকে কিরণ বেদী

Advertisment

অনেকেই কটাক্ষ করে প্রশ্ন করেছেন, আম্বানি কন্যার বিয়ের ক্যাটারিং-এর দায়িত্বে ছিলেন কি তাঁরা? নিন্দুকদের এসব কথা কানে যেতেই এই খাবার পরিবেশনের কারণ জানিয়ে দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটারে তিনি লিখেছেন, এটা আসলে সনাতনী একটা প্রথা। গুজরাটি ভাষায় একে বলা হয় 'সজ্জন ঘোত'। এই প্রথায় কনেপক্ষের বাড়ির লোকেরা আমন্ত্রিত অতিথিদের যত্ন করে পরিবেশন করে খাওয়ান। মুকেশ কন্যার বিয়েতে বলিউডের বন্ধুরা সেই কাজটিই করেছেন বলে জানিয়েছেন অভিষেক। দেখুন অভিষেকের সেই টুইট।

Advertisment

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজকীয় কায়দায় আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইশা আম্বানি। বিয়ের অনুষ্ঠান হয়েছিল উদয়পুরে।

amitabh bachchan Mukesh Ambani isha ambani