Advertisment

৪ বছর পর ফের পর্দায় ব্যোমকেশ, হত্যামঞ্চের খুনি ধরতে আসছেন সত্যান্বেষী

'ব্যোমকেশ হত্যামঞ্চ'- নিয়ে ফিরছেন মিস্টার বক্সী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
abir as byomkesh - abir chatterjee

ফিরছেন ব্যোমকেশ

বছর চারেক পার, তবে রহস্য আজও বাকি। গল্পের শেষ যদি না হয় তবে রহস্যের কিনারা অধরাই রয়ে যায়। সমস্ত রহস্য - খুনের কিনারা করতে ব্যোমকেশ ফিরছেন। আর থিয়েটারের বুকে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনার রহস্য উন্মোচনই এবারের লক্ষ্য।

Advertisment

'ব্যোমকেশ হত্যামঞ্চ' নিয়ে আবির চট্টোপাধ্যায় ( Abir Chatterjee ) ফিরছেন। তবে এবারের গল্প একটু হলেও আলাদা। সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই গা হাত পায়ে কাঁটা দেওয়ার জোগাড়। ঘটে যাওয়া দুর্ঘটনার পুনারভিনয়ের মাধ্যমেই সত্যের সন্ধানে বেরবেন সত্যান্বেষী। অপরাধকে ধরতে নিজেই খেলা সাজিয়েছেন ব্যোমকেশ। হত্যামঞ্চে - হত্যার কিনারা করতেই ব্যোমকেশ আসছেন।

আরও পড়ুন < পরকীয়ার কথাই সত্যি! নতুন সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার >

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' - অবলম্বনে  নির্মিত ব্যোমকেশ হত্যামঞ্চ। একই ঘটনার নাটকীয় উপস্থাপনায় কী রহস্যের আঁতুড়ঘর খুঁজে পাবে মিস্টার বক্সী? ১১ই আগস্ট মুক্তি পেতে চলেছে ছবি। আবির ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার, পাওলি দাম এবং অন্যান্য। পরিচালনা করছেন অরিন্দম শীল।

ট্রেলারে আবিরের মুখে ব্যোমকেশ বক্সী শুনেই যেন উন্মাদনা ঘিরে ধরেছে দর্শকদের। বিশেষ করে সাহিত্যপ্রেমীদের অধিকাংশই 'বিশুপাল বধ' - নিয়ে বেজায় উচ্ছ্বসিত। শরবিন্দু বন্দোপাধ্যায়ের শেষ ও অসমাপ্ত ব্যোমকেশ কাহিনীকে পুনরায় পর্দায় ফুটিয়ে তোলার প্রসঙ্গে কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা।

Byomkesh Arindam Sil Abir Chatterjee
Advertisment