scorecardresearch

বড় খবর

‘ডেঙ্গু’তে আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, গায়ে জ্বর.. কী বলছেন স্ত্রী?

কেমন আছেন অভিনেতা? জানালেন স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়।

Abir Chatterjee, Dengue, Abir Chatterjee Dengue, Bengal Dengue update, Abir Chatterjee wife, Abir Chatterjee health update, আবির চট্টোপাধ্যায়, ডেঙ্গু আবির চট্টোপাধ্যায়, বাংলার ডেঙ্গু আপডেট, টলিউডের খবর, Indian express Entertainment News, Tollywood news
ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়

অনির্দিষ্টকালীন বৃষ্টিপাতের জেরে রাজ্যে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পুজোর পর থেকে আরও জাঁকিয়ে বসেছে ডেঙ্গু। দিন কয়েক আগেই সলমন খানের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। যার জেরে ভরা বিগ বস মরসুমের সঞ্চালনা থেকে ছুটি নিতে হয়েছে ভাইজানকে। এবার টলিউডেও ডেঙ্গু-জ্বর। আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

পরিবার সূত্রে জানা গেল, সোমবার রাতেই আবিরের ডেঙ্গু রিপোর্ট এসেছে। এরপরই ডাক্তার দেখান অভিনেতা। আবিরের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় জানালেন, “গায়ে জ্বল ছিল আগে থেকেই। তাই ডাক্তারের কাছে দেখিয়ে রক্তপরীক্ষা করানো হয়। সোমবার রাতে রিপোর্ট এলে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত। আবির বাড়িতেই আছে। তবে গায়ে জ্বর থাকলেও চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন, চিন্তার তেমন কোনও কারণ নেই।”

[আরও পড়ুন: কালীপুজোর রাতে শুভশ্রীর মাথায়, ২ হাতে আগুন! নিয়ম পালন দেখে কুর্নিশ নেটপাড়ার]

আবির-ঘরণির কাছ থেকেই জানা গেল যে, অভিনেতা আপাতত বাড়িতেই চিকিৎসাধীন। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ, খাবার খাচ্ছেন। ১ সপ্তাহ পুরো বিশ্রামের প্রয়োজন। প্রসঙ্গত, পুজোর মরসুমেই রিলিজ করেছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। বক্সঅফিসেও দারুণ সাফল্য। কোটি কোটি টাকা আয় করেছে। সোনাদা আবির চট্টোপাধ্যায় দুই সঙ্গী আবির-ঝিনুকের কেমিস্ট্রিও দারুণ উপভোগ করেছেন দর্শকরা। প্রেক্ষাগৃহের হাউসফুল রিপোর্ট দেখেই তা বোঝা গিয়েছে।

উল্লেখ্য, পুজোর মরসুম কাটতেই একে একে যখন সিনেমা, সিরিয়ালের শুটিং শুরু হচ্ছে, তখনই টলিপাড়ার একাধিক তারকার ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার ডেঙ্গু-জ্বরে কাবু আবির চট্টোপাধ্যায়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Abir chatterjee suffering from dengue wife nandini chatterjee shares health update