/indian-express-bangla/media/media_files/2025/08/13/abir-chatterjee-talks-about-his-daughter-mayurakshi-2025-08-13-13-51-11.png)
মেয়েকে নিয়ে যা বললেন আবির...
আবির চট্টোপাধ্যায় - নিজের কাজ নিয়ে ভীষণ প্রফেশনাল। কিন্তু, ব্যক্তিগত জীবনে সেই মানুষটা যে কতটা বড় মনের মানুষ, বা ঠিক কীভাবে তিনি পরিবারের কথা ভাবেন, সেটাই যেন আরও বোঝা গেল বেশি করে। ইন্ডাস্ট্রিতে আসার আগেই তিনি বিয়ে করেন মনের মানুষকে। ১ সন্তানের বাবা তিনি। কিন্তু আবিরের মেয়ে ময়ুরাক্ষী আর ৫ জনের মতো না। বরং, সে ফুলের মতো। সে এতটাই সুন্দর এক শিশু যে সবার থেকে ভালবাসা নিতে জানে। তবে, চিকিৎসাবিজ্ঞানে তাঁকে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু হিসেবেই দেখা হয়।
আবিরের সঙ্গে তাঁর স্ত্রীকে দেখা গেলেও তাঁর সন্তানকে একেবারেই দেখা যায় না। সম্প্রতি, এক সাক্ষাৎকারে আবির তাঁর মেয়েকে নিয়েই মুখ খুলেছেন। তাঁর সন্তান তাঁর কাছে খুব দামী। এবং যেকোনও বাবার কাছেই তাঁর সন্তান প্রাণপ্রিয়। আবিরের তাঁর মেয়ের কথা বলতে গিয়ে চোখ যেন ঝাপসা হয়ে উঠল। কেন মেয়েকে নিয়ে সহজে কোথাও যাননা তিনি? আবির চট্টোপাধ্যায়ের মেয়ের নাম ময়ুরাক্ষী। আর সেই মিষ্টি মানুষটাকে ভীষণ যত্নে আগলে রাখেন আবির। তিনি সোজাসুজি বললেন..
Bollywood: ক্যানসারে আক্রান্ত স্ত্রী, হাসপাতালে গিয়ে ঘাবড়ে গেলেন অভিনেত…
"স্বীকার করতে দ্বিধা নেই যে আমার মেয়েটা স্পেশ্যাল চাইল্ড। কী হয়? বাবা হিসেবে কিছু কিছু বিষয় আমি সত্যিই মিস করি। তখন ভাবি, ও যদি এটা এরকম করত। যেমন, ও আমার সিনেমা খুব বেশি একটা দেখে না। আমি চাই, ও একটু সোনা দা দেখুক। যেটা ও দেখে না। ও নিজের মতোই দেখতে থাকে। আমার ইচ্ছে হয় যে ও এই সিনেমাগুলো দেখুক। কিন্তু, সেটা ও করে না। এটা আমি মিস করি।" কিন্তু, বাবা আবির মেয়েকে নিয়ে ভীষণ কন্সাস। কেন?
মেয়েকে নিয়ে কেন সব জায়গায় যান না তিনি? অভিনেতাকে বলতে শোনা গেল, বড় কোনও অনুষ্ঠান বা পাবলিক গ্যাদারিঙ্গে আমি একটা কারণেই ওকে সঙ্গে নিয়ে যাই না। তাঁর কারণ ঐ যে সবাই আমায় একটা প্রাধান্য দেয়, ও আমার সঙ্গে থাকলে ওঁর অসুবিধা হতে পারে। ওঁর সুরক্ষা আমায় দেখতেই হবে। ওঁর যদি সমস্যা হয়, তাহলে আমি পৃথিবীর সবথেকে খারাপ বাবা। আমি সেই কারণেই বিষয়টা এড়িয়ে যায়। ওকে নিয়ে কোথাও যেতে গেলে আমায় অনেক ভাবনা চিন্তা করে করতে হবে। সেটা তো সবসময় সম্ভব না। এগুলো মিস করি।"
মেয়ের থেকে কি শিখলেন আবির?
অভিনেতার কথায়, আমার মেয়ের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। ওর না আসেপাশের মানুষগুলোর মধ্যে থেকে ভালবাসা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আছে।