/indian-express-bangla/media/media_files/2024/10/21/SM7of9DxSgs7x4Zc5JKp.jpg)
স্ত্রীকে ক্যানসারে ভুগতে দেখে যা বললেন... Photograph: (ফাইল)
প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খের ২০২০ সালে জীবনের এক বড় ধাক্কার মুখোমুখি হন। তাঁর শরীরে ধরা পড়ে একাধিক মেলোমা, এক ধরনের রক্তের ক্যান্সার। সম্প্রতি নিউজ১৮-এর শি শক্তি অনুষ্ঠানে ছেলে, অভিনেতা সিকান্দার খেরকে পাশে নিয়ে তিনি মঞ্চে উপস্থিত হন। খোলাখুলি জানান, হাসপাতালে কিরণকে দেখে স্বামী অনুপম খের ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন, অথচ সিকান্দার ছিল একেবারে শান্ত।
কিরণ বলেন, চিকিৎসা ও ওষুধের কঠিন কোর্স পেরিয়ে আসা ছিল রোগের চেয়েও বেশি কষ্টকর। প্রথম ৬-৮ মাস ছিল অসহনীয়, তবে তিনি বিশ্বাস রেখেছিলেন ঈশ্বরের ওপর। সিকান্দার খবরটি তিনি পান ২০২০ সালের শেষ দিকে, যখন ইন্দোনেশিয়ায় মাঙ্কি ম্যান ছবির শুটিং করছিলেন। "জীবন যেমন তাসের চাল দেয়, তেমন খেলতে হয়। খুব আবেগপ্রবণ হলে চারপাশের ভাল শক্তি মরে যায়।"
Anupam Kher: 'আমার বিয়েটা নিখুঁত নয়, তবুও', দীর্ঘ ৩৯ বছর সংসার করার…
মজার ছলে কিরণ অভিযোগ করেন, ছেলে আরও কিছুটা আবেগপ্রবণ হতে পারত। উত্তরে সিকান্দারের জবাব, "আমি তো রোগটার জন্য ভয় পাচ্ছিলাম, মা! আমি কী করব বলো? তবে, এটা জানতাম এই রোগ তোমার সাথে কিছু করতে পারে না।" অভিনেত্রী আরও জানান, চিকিৎসার সময় শারীরিক ও মানসিক ধকল ছিল প্রবল, কিন্তু ঈশ্বরের কৃপায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
প্রসঙ্গে, শুভঙ্কর মিশ্রকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনুপম আরও স্বীকার করেন যে, কিরণের সঙ্গে তাঁর নিজের কোনও সন্তান না থাকায় মাঝে মাঝে একটু আফসোস হয় তাঁর। তিনি বলেন, "আগে এতটা অনুভব করিনি, কিন্তু গত সাত-আট বছর ধরে মাঝে মাঝে মনে হয়, একটা সন্তান থাকলে ভাল লাগত। শিশুকে বড় হতে দেখা, সেই বন্ধন অনুভব করা, এই আনন্দটাও জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।" তবে তিনি এটাও স্পষ্ট করে দেন, "এটা আমার জীবনের কোনও ট্র্যাজেডি নয়। আমি সিকান্দারকে ভালোবাসি। শুধু কখনও কখনও মনে হয়, যদি নিজের কেউ হতো, তবে ভাল লাগত।"