/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/abir.jpg)
পুজোর ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে এ কী করলেন আবির!
সবে দেবীপক্ষের শুরু। অতিমারী এখনো কাটেনি। কিন্তু কলকাতা আছে কলকাতাতেই। শহরজুড়ে পুজোর রোশনাই। খুলে গিয়েছে তিলোত্তমার একাধিক বিগ বাজেট পুজোগুলোর ফিতে। প্যান্ডেল দর্শনে দর্শনার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও পুজোর আমেজে গা ভাসাতে কিন্তু বাঙালি ঠিক প্রতিবছরের মতোই ষোলোআনা মেতেছে। তারকারাও ব্যস্ত। আজ প্রিমিয়ার সেই পুজো প্যান্ডেল তো পরশু শহরের আরেক প্রান্তের পুজো প্যান্ডেলে ঢুঁ মারছেন বিশেষ অতিথি হিসেবে। আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee) ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে 'গোলমাল' করে ফেললেন।
কীরকম? পুজো (Durga Puja 2021) স্পেশ্যাল ভিডিও তারকাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জ্বলজ্বল করছে। আবিরও সেরকমই এক ভিডিও তৈরি করতে গিয়েছিলেন। আর তাতেই গোলমাল বাঁধিয়ে বসেছেন টলিউড অভিনেতা। রসিকতা করেই ইনস্টাগ্রামে স্পেশ্যাল এফেক্ট দিয়ে ভিডিও বানাতে গিয়েছিলেন। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে পোশাক পরিবর্তনের ট্রেন্ডৃ এখন আকছারই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। আবিরও সেই চেষ্টা করছিলেন। কিন্তু কোথায় কী! কোনও স্পেশ্যাল এফেক্ট কাজই করল না! সেই একই পোশাক পরে দেখা গেল আবিরকে। আর তাতেই অভিনেতার মন্তব্য, "গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়।"
<আরও পড়ুন: ডাক্তারি ব্যবসা না পেশা? উত্তর দেবেন ‘ডাক্তারকাকু’ প্রসেনজিৎ, সঙ্গে জুড়িদার ঋদ্ধি সেন>
মজার সেই ভিডিও আপলোড করে আবির লিখেছেন, "পুজোর ট্রেন্ডিংয়ে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু সবই গোলমাল হয়ে গেল।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন