'ছবি না'! আতঙ্কে চিৎকার করে উঠল এই তারকা পুত্র

তারকা সন্তানদের একটু ঝক্কি যে পোহাতে হবে এই কথাটা আজকাল অনেকটা ধ্রুব সত্যের মতো। স্টার কিডের ছবির তোলার জন্য হুড়োহুড়ি হবে সেটাও ঠিক। কিন্তু তাদের ওপর কী প্রভাব পড়ে সেকথা ভেবে দেখেছেন কি?

তারকা সন্তানদের একটু ঝক্কি যে পোহাতে হবে এই কথাটা আজকাল অনেকটা ধ্রুব সত্যের মতো। স্টার কিডের ছবির তোলার জন্য হুড়োহুড়ি হবে সেটাও ঠিক। কিন্তু তাদের ওপর কী প্রভাব পড়ে সেকথা ভেবে দেখেছেন কি?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নো পিকচারস! আতঙ্কে চিৎকার করে ওঠে এই শিশু।

নো পিকচারস! আতঙ্কে চিৎকার করে ওঠা একটি শিশু। কোলে থাকা অবস্থাতেই কোনও রকমে মুখ লোকাতে চাইছে ক্যামেরার লেন্স থেকে। গাড়িতে তুলে দিতেই এক লহমায় কোনায় সিটিয়ে গেল সে। মুখের সামনে সাদা কাগজ ধরা হলে একটু শান্ত হল। ঘটনাটা মুম্বইয়ের, আর এই শিশুটি আব্রাম। শাহরুখ খানের ছোট ছেলে।

Advertisment
View this post on Instagram

Abram Khan ???? . . . #instabolly #bollywood

A post shared by Bollywood???? (@lnstabolly) on

এই ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল। ঐশ্বর্য-অভিষেকের কন্যা আরাধ্যার জন্মদিনের পার্টি থেকে বের হচ্ছে  আব্রাম। সেখানেই পাপারাজিদের ক্যামেরার ঝলকানিতে রেগে কাঁই হয়ে চেঁচিয়ে বলে উঠল, নো পিকচারস। তারকা সন্তানদের একটু ঝক্কি যে পোহাতে হবে এই কথাটা আজকাল অনেকটা ধ্রুব সত্যের মতো। স্টার কিডের ছবির তোলার জন্য হুড়োহুড়ি হবে সেটাও ঠিক। কিন্তু তাদের ওপর কী প্রভাব পড়ে সেকথা ভেবে দেখেছেন কি? তবে শাহরুখের চোখের মনি আব্রাম।

Advertisment

আরও পড়ুন, নেটফ্লিক্সের মোগলি সিরিজে মাধুরী দীক্ষিত

তারকা সন্তানরা সাধারণত ছোট থেকেই অভ্যস্ত হয়ে যায় এই পরিস্থিতির সঙ্গে। তার উদাহরণ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাত নাড়ায় তৈমুর আলি খান। আবার উল্টো ঘটনাটাও ঘটে। লাইম লাইটে থাকার বিরক্তিটাও তো স্পষ্ট হয়। যেমনটা ঘটল আব্রামের ক্ষেত্রে। ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিং খানের তরফে।