পরনে ধুতি আর খাকি রঙের সুতির কুর্তা- এই পরেই ছেলেকে নিয়ে মুম্বই ঘুরতে বেরিয়ে পড়লেন আমির খান (Aamir Khan)। রবিবার এমন দৃশ্যেরই সাক্ষী থাকলেন মুম্বইবাসী। এদিকে প্রিয় অভিনেতার এমন অবতার দেখে তো প্রত্যক্ষদর্শীদের একাংশ, তাঁর সিনেমার নাম নিয়ে চেঁচাতে শুরু করলেন।
‘লাগান’ (Lagaan) ছবিতে ভূবনের ভূমিকায় আমির খানকে দেখা গিয়েছিল খাটো ধুতি আর কুর্তা পরে। পায়ে কোলাপুরি চপ্পল। রবিবার আমিরের এমন বেশভূষা দেখে সেই সিনেমার কথাই মনে করলেন অনুরাগীরা। ছেলে আজাদ রাও খানকে (Azad Rao Khan) নিয়ে বেরিয়েছিলেন শহরের এক জুতোর দোকানে। আমিরকে এমন পোশাকে দেখে সেই মুহূর্ত লেন্সবন্দি করার সুযোগ ছাড়েননি পাপ্পারাজিরা। আর সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা মিল খুঁজে পেলেন ২০০১ সালে অস্কারে যাওয়া ‘লাগান’-এর ভূবনের সঙ্গে।
ভাইরাল ভিডিওতে দেখা গেল, অভিনেতা যখন পাপ্পারাজিদের ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত, তার মাঝে পিতৃদায়িত্ব এড়ালেন না। ছেলে ঠিকঠাক গাড়িতে বসেছে কিনা, সেদিকেও নজর রয়েছে তাঁর।
[আরও পড়ুন: ‘সেভিংস অ্যাকাউন্ট’ খুলতে গেলেই বিপদ! বন্দুকধারী ছবিতে সতর্ক করলেন অঙ্কুশ]
প্রসঙ্গত, আমির খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ। গতবছরই বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন বলিউডের এই তারকাজুটি। তবে, বন্ধুত্ব এখনও বজায় রেখেছেন। পেশার সুবাদেই সদ্ভাব বজায় রেখে চলেন তাঁরা। দিন কয়েক আগেই, লাল সিং চাড্ডার পোস্ট প্রোডাকশনের কাজ সেরে বেরনোর সময় আমির-কিরণকে একে-অপরকে সৌহার্দ্যপূর্ণ আলিঙ্গন করতে দেখা গিয়েছিল। আবার, সন্তানদের প্রতি দায়িত্ব-কর্তব্যও ভোলেননি তাঁরা।
বিবাহ বিচ্ছেদের সময়ই অবশ্য আমির-কিরণের তরফে জানানো হয়েছিল যে, ১৫ বছরের দাম্পত্যজীবনে বিচ্ছেদ ঘটলেও সন্তান আজাদের প্রতি সমস্ত দায়িত্বকর্তব্যই তাঁরা পালন করবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন