Advertisment

শহরে সিংহম, 'ময়দান' মাতাবেন অজয়

পরিচালক অমিত শর্মার ‘ময়দান’- ছবির জন্য কলকাতায় শুটিং করতে এসেছেন অজয়। বৃহস্পতিবার বিকেলে তিলোত্তমায় পৌঁছে গিয়েছেন অভিনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিমানবন্দরে অজয় দেবগণ। ফোটো- সংগৃহীত

প্রায় ১৬ বছর পর কলকাতায় পা রাখলেন অজয় দেবগণ। আগেই জানা গিয়েছিলে, ২৩ নভেম্বর থেকে শুটিং শুরু করবেন তিনি। পরিচালক অমিত শর্মার ‘ময়দান’- ছবির জন্য কলকাতায় শুটিং করতে এসেছেন অজয়। বৃহস্পতিবার বিকেলে তিলোত্তমায় এসেছেন অভিনেতা। ভারতের ফুটবল কিংবদন্তী কোচ সৈয়দ আব্দুল রহিমের বায়োপিক তৈরি হচ্ছে, অ্যাড ফিল্মমেকার অমিত শর্মার পরিচালনায়। আব্দুল রহিমের চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে।

Advertisment

আব্দুল রহিম কোচ হিসেবে ভারতীয় ফুটবল দলকে প্রশিক্ষণ দিয়েছিলেন ১৯৫০ সাল পর্যন্ত। ১৯৬২ সালে তাঁর প্রশিক্ষনেই এশিয়ান গেমসে সোনা জেতে ভারতের ফুটবল দল। ১৯৫৬-তে মেলবোর্ন অলিম্পিকসেও দলকে প্রশিক্ষণ দেন তিনি। ৫৪ বছর বয়সে কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ajay দমদম বিমানবন্দরে অজয় দেবগণ।

আরও পড়ুন, টেলিপর্দার নতুন জুটি স্বস্তিকা-ক্রুশল, আসছে ‘কী করে বলব তোমায়’

তবে এই ছবিতে অজয় দেবগণ ছাড়াও দেখা যাবে টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষকে। ফুটবল ফেডারেশনের সদস্য শুভঙ্করের ভূমিকায় রয়েছেন অভিনেতা। ২৬ নভেম্বর থেকে শুটিংয়ের শিডিউল রয়েছে তাঁর। দেখা যাবে উড়নচণ্ডী খ্যাত অভিনেতা অমর্ত্য রায়কেও। কলকাতায় ময়দানে ছবির শুটিং হবে বলেও শোনা গিয়েছে। কলকাতার পাশাপাশি চন্দননগরেও শুটিং হবে ছবির।

২০০৩ সালে, মণি রত্নমের 'যুবা' ছবির শুটিংয়ে শেষবার কলকাতা এসেছিলেন অজয় দেবগণ। তবে 'ময়দান' ছাড়াও বেশ কয়েকটি ছবি মুক্তির পথে। সম্প্রতি মুক্তি পেয়েছে তানাজি ছবির ট্রেলার। কাজলের সঙ্গে অনেকদিন পর বড়পর্দায় দেখা যাবে অজয় দেবগণকে।

Rudranil Ghosh bollywood
Advertisment