শুক্রে ভয়ঙ্কর দুঃসংবাদ, ৪০-এর গন্ডি পেরিয়ে কাঁদিয়ে চলে গেলেন অভিনেতা

তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে 'ইধারকুথানে আসাইপাত্তাই বালাকুমারা', 'ভেলাইনু ভান্ধুত্তা ভেলাইকারন', 'সিংগাম ৩', বিশ্বাসম, কোবরা, মারি, আর ইউ ওকে বেবি? সহ একাধিক ছবি।

তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে 'ইধারকুথানে আসাইপাত্তাই বালাকুমারা', 'ভেলাইনু ভান্ধুত্তা ভেলাইকারন', 'সিংগাম ৩', বিশ্বাসম, কোবরা, মারি, আর ইউ ওকে বেবি? সহ একাধিক ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
death news today celebrity

চলে গেলেন অভিনেতা...

তামিল অভিনেতা ও জনপ্রিয় কৌতুকশিল্পী রোবো শঙ্কর আর নেই। বৃহস্পতিবার (৪৬ বছর বয়সে) চেন্নাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকদের মতে, বহু অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং তীব্র গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণের জটিলতার কারণেই তাঁর মৃত্যু ঘটে।

Advertisment

বুধবার শুটিং চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন রোবো শঙ্কর। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়, এবং বৃহস্পতিবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটে তিনি প্রয়াত হন।

Advertisment

টেলিভিশন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও শঙ্কর পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। রোবট-স্টাইল নাচের জন্যই তিনি ‘রোবো’ উপাধি অর্জন করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে 'ইধারকুথানে আসাইপাত্তাই বালাকুমারা', 'ভেলাইনু ভান্ধুত্তা ভেলাইকারন', 'সিংগাম ৩', বিশ্বাসম, কোবরা, মারি, আর ইউ ওকে বেবি? সহ একাধিক ছবি। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল সোট্টা সোট্টা নানাইউথু ছবিতে, যা চলতি বছরের শুরুতে মুক্তি পায়।

তাঁর মৃত্যুতে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা কমল হাসান একটি হৃদয়স্পর্শী কবিতায় তাঁকে স্মরণ করে লিখেছেন- "রোবো শঙ্কর, ‘রোবো’ কেবল একটি নাম। আমার কাছে তুমি একজন সত্যিকারের মানুষ, আমার ছোট ভাই। কাজ শেষ করে তুমি চলে গেলে, কিন্তু আমার কাজ এখনো বাকি। আগামীকাল আর আমাদের নয়, তুমি আমাদের ছেড়ে গেলে আগামীকালও।"

Mahavatar Narsimha OTT Release: বক্স অফিসে ৩০০ কোটির সাফল্যের পর এবার ওটিটি-তে 'মহাবতার নৃসিংহ', কখন কোথায় দেখবেন?

এছাড়াও অভিনেতা বিজয় সেতুপতি, ভারলক্ষ্মী, রাধিকা শরৎকুমার, ও পরিচালক ভেঙ্কট প্রভু শোকপ্রকাশ করেছেন। প্রভু লিখেছেন, “#RIProboshankar খুব তাড়াতাড়ি চলে গেলে বন্ধু। পরিবারের প্রতি গভীর সমবেদনা।” অভিনেত্রী ভারলক্ষ্মী বলেন, “রবিবারই ওর সঙ্গে কথা বলেছিলাম। আজ আর নেই... বিশ্বাস করতে পারছি না। অনেক মানুষকে হাসিয়েছে। ও যেন শান্তিতে থাকে।”

অভিনেত্রী সিমরান টুইট করে লিখেছেন, “রোবো শঙ্করের মৃত্যুতে গভীর শোকাহত। অসংখ্য মানুষের মুখে হাসি এনে দিয়েছেন তিনি। তাঁর অভাব অনুভূত হবে।” অভিনেতা সিলাম্বারাসনও শোক প্রকাশ করে লিখেছেন, “ওম শান্তি। যিনি সব সময় হাসতেন, এমন একজনকে হারানো খুব কষ্টের।”

actor death news Entertainment News Today