বিশ্রামহীন রুটিন, শরীরে অসহ্য ব্যথা, এসব কারণেই অল্প বয়সে চিরনিদ্রায় কিংবদন্তি?

সাম্প্রতিক সময়ে তাঁর অনিয়মিত খাদ্যাভ্যাস আবারও জন্ডিসের পুনরাবৃত্তি ঘটায়। বিদেশে শুটিং চলাকালীন প্রায়শই খাবার না খেয়েই দিন কাটাতেন তিনি।

সাম্প্রতিক সময়ে তাঁর অনিয়মিত খাদ্যাভ্যাস আবারও জন্ডিসের পুনরাবৃত্তি ঘটায়। বিদেশে শুটিং চলাকালীন প্রায়শই খাবার না খেয়েই দিন কাটাতেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
robo

ঠিক কী কী শারীরিক অসুবিধা হত তাঁর?

Actor Death News: তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি শোকে স্তব্ধ। জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রোবো শঙ্কর আর নেই। মাত্র ৪৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর, একটি সিনেমার সেটে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। দ্রুত, চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি। জানা গেছে, শঙ্কর বহুদিন ধরে স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়ছিলেন এবং অতীতে জন্ডিস থেকে সেরে উঠেছিলেন।

Advertisment

শেষ দিকের এক সাক্ষাৎকারে তিনি নিজের শারীরিক দুর্বলতা নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন তিনি। শঙ্কর জানান, মডেলিং ক্যারিয়ারের সময় তিনি মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতার প্রস্তুতি নিতেন। প্রতিদিন সকাল থেকে শরীর রঙ করে, একাধিক অনুষ্ঠানে আলো–ঝলমলে আলোয় ঘণ্টার পর ঘণ্টা নাচতেন। বিশ্রামহীন এই রুটিনের কারণে, অল্প বয়সেই তিনি জন্ডিসে আক্রান্ত হন। তিনি অতীতের স্মৃতি রোমন্থন করে বলেছিলেন, "আমি ব্যথা লুকোতে নানা তেল ব্যবহার করতাম, কিন্তু কখনো বিশ্রাম নিতাম না। এর ফলেই এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়েছিলাম।”

Geeta Basra: প্রথম সন্তান হওয়ার পরপরই আরও গর্ভপাত! খবর জেনেই অভিনেত্রীর ক্রিকেটার স্বামী যা করলেন..

Advertisment

অভিনেতা আরও জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে তাঁর অনিয়মিত খাদ্যাভ্যাস আবারও জন্ডিসের পুনরাবৃত্তি ঘটায়। বিদেশে শুটিং চলাকালীন প্রায়শই খাবার না খেয়েই দিন কাটাতেন তিনি। তাঁর কথায়, "আমার খিদে পেতই না, তাই না খেয়েই কাজ চালাতাম। গত জানুয়ারিতে পরীক্ষা করার পর জানা গেল অবস্থা ভয়াবহ। মনে হচ্ছিল যেন অধ্যায় শেষ হয়ে যাচ্ছে।" 

হাসপাতাল সূত্রে জানা যায়, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত ও পেটের জটিল অসুখ থেকে সৃষ্ট মাল্টি-অর্গান ডিসফাংশনের জটিলতায় তাঁর মৃত্যু হয়। রোবো শঙ্করের আকস্মিক মৃত্যুতে পুরো তামিল ইন্ডাস্ট্রি শোকাহত। কমল হাসান, শিবকার্তিকেয়ান, ভেত্রিমারানসহ চলচ্চিত্র জগতের অনেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত শেষকৃত্যে উপস্থিত ছিলেন। ভক্তদের কাছে তিনি কেবল অভিনেতা নয়, এক অনন্য বিনোদন ব্যক্তিত্ব হয়ে থাকবেন।

actor death news Entertainment News