Bollywood actor: ছেড়ে গেলেন সবাই, স্ত্রী-ভাইয়ের মৃত্যুতে অভিনেতাকে চেপে ধরেছে একাকিত্ব, কঠিন সময়ে...

১৯৯৮ সালে রাহুল বিয়ে করেন রিনা দেবকে। তাঁদের একটি ছেলে রয়েছে—সিদ্ধান্ত। দুর্ভাগ্যজনকভাবে, ২০০৯ সালে ক্যান্সারে রিনার মৃত্যু হয়। সেই শোক সামলাতে রাহুল প্রায় পাঁচ বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন।

১৯৯৮ সালে রাহুল বিয়ে করেন রিনা দেবকে। তাঁদের একটি ছেলে রয়েছে—সিদ্ধান্ত। দুর্ভাগ্যজনকভাবে, ২০০৯ সালে ক্যান্সারে রিনার মৃত্যু হয়। সেই শোক সামলাতে রাহুল প্রায় পাঁচ বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সোশ্যাল মিডিয়া পোস্টে কী জানালেন রাহুল?

ভাইকে নিয়ে যা যা বললেন রাহুল...

কোনও না কোনও সময় জীবনে দুঃখ-কষ্ট আসে, আর অভিনেতা ও মডেল রাহুল দেব গত কয়েক বছরে একের পর এক ব্যক্তিগত আঘাতের মধ্য দিয়ে গিয়েছেন। চলতি বছরের শুরুতে তিনি হারিয়েছেন নিজের ছোট ভাই ও সহ-অভিনেতা মুকুল দেবকে। যার মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি স্তম্ভিত হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল খোলাখুলি জানিয়েছেন কীভাবে তিনি একের পর এক শোক সামলাচ্ছেন এবং কী তাকে এগিয়ে যেতে শক্তি দিচ্ছে।

Advertisment

ফরিদুন শাহরিয়ারের সঙ্গে কথোপকথনে রাহুল নিজের জীবনের বড় ক্ষতগুলোর কথা শোনান। তিনি বলেন, "আমি জানি না কী হয়েছে বা কেন হচ্ছে। অল্প বয়সেই সঙ্গীকে হারিয়েছি, এরপর বাবা-মা এবং এখন ছোট ভাই। এটা বোঝানো সত্যিই কঠিন। কখনও হঠাৎ কোনও কাজে ফোন তুললে মনে হয়, যাকে কল করতে চাইছি, সে আর নেই। সহজভাবে বলতে গেলে, এটা ভীষণ কঠিন।" 

Actor Tragic Health: অত্যন্ত সংকটজনক অভিনেতা, পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে

Advertisment

১৯৯৮ সালে রাহুল বিয়ে করেন রিনা দেবকে। তাঁদের একটি ছেলে রয়েছে—সিদ্ধান্ত। দুর্ভাগ্যজনকভাবে, ২০০৯ সালে ক্যান্সারে রিনার মৃত্যু হয়। সেই শোক সামলাতে রাহুল প্রায় পাঁচ বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু মুকুলের মৃত্যুর পর তিনি জানেন যে, আর সেই সুযোগ নেই। তিনি বলেন, “কঠোর পরিশ্রম করাটাই এখন সহজ মনে হয়। কিন্তু তখন যেমন পাঁচ বছর কাজ ছেড়ে থাকতে পেরেছিলাম, এখন তা সম্ভব নয়। ব্যবসা ছেড়ে দেওয়ার মতো সময় আর নেই। বয়স বাড়লে বোঝা যায়, জীবন এমনই। কিছুই শেষ হয় না; কেবল অন্য রূপ নেয়। আর সেই রূপের জন্য শুভকামনা জানানোই শ্রেয়।”

মুকুলের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ রাহুল জানান, “সে ছিল বাড়ির সবচেয়ে আদরের। আমার থেকে দু’ বছরের ছোট হলেও ওর প্রতি সবসময় দায়িত্ববোধ কাজ করত। ধূমপান ছাড়তে বা ব্যায়াম বাড়াতে ওকে অনেকবার বোঝাতাম। কিন্তু একটা সময় আসে যখন ভাইবোন হোক বা সন্তান, বড় হলে তাদের নিজের মতো চলার জায়গা দিতে হয়। এটা কঠিন হলেও প্রয়োজনীয়।”

তিনি আরও বলেন, পরিস্থিতি যতই কঠিন হোক, একমাত্র উপায় হলো বাস্তব মেনে নিয়ে কাজ চালিয়ে যাওয়া। রাহুলের ভাষায়, “আমাদের আবেগই আমাদের এগিয়ে নিয়ে যায়। তবে মূল কথা হলো সাহসের সঙ্গে পরিস্থিতির মুখোমুখি হওয়া। এক চিমটি লবণ নয়, বরং ভালোবাসা দিয়ে তা গ্রহণ করতে হবে। যতটা সম্ভব ভালোবাসা দিয়ে পরিস্থিতিকে সামলানোই একমাত্র পথ।” উল্লেখ্য, মুকুল দেবকে সর্বশেষ মরণোত্তরভাবে দেখা গেছে সন অফ সর্দার ২ ছবিতে।

bollywood Bollywood Actor Entertainment News Entertainment News Today