'১৫ই আগস্ট বড় ঘোষণা!' বোমা ফাটালেন অঙ্কুশ হাজরা

কী জানাতে চলেছেন অভিনেতা? উদগ্রীব অনুরাগীরা

কী জানাতে চলেছেন অভিনেতা? উদগ্রীব অনুরাগীরা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actor ankush hazra big announcement in 15th august

অঙ্কুশের বড় ঘোষণা!

টলিউডে ঘটতে চলেছে বিরাট এক ঘটনা। চারিদিকে এখন শুধুই সাসপেন্স। অভিনেতা অঙ্কুশ হাজরা ( Ankush Hazra ) বোমা ফাটিয়েছেন বেলা গড়াতেই। ১৫ই আগস্ট কী চমক দিতে চলেছেন অভিনেতা?

Advertisment

কোনও নতুন ছবির রিলিজ নাকি বিয়ে করছেন অভিনেতা, সেই ঘোষণা করতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় শুধু লিখলেন, বিগ অ্যানাউন্সমেন্ট আসছে। ১৫ই আগস্ট। দর্শকদের জানালেন, একটি দারুণ খবর এবং বিশেষ কিছু আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। তোমরা না থাকলে এটা সম্ভবও হত না। আমার অনুরাগীদের ভালবাসা ছাড়া এটা সম্ভব নয়। এতগুলো বছর ধরে অনেক ভালবাসা দিয়েছ তোমরা। তোমাদের অনেক ভালবাসা, আরও বেশি ভাল ভাল কাজ করব।

আরও পড়ুন < গেরোয় অক্ষয়, বাতিল ‘রক্ষা বন্ধনের’ ১০০০ শো! >

Advertisment

ইন্ডাস্ট্রিতে ১২ বছর সম্পূর্ন করলেন অঙ্কুশ। তারপরেই কী নতুন কোনও প্রজেক্টে অংশ নিচ্ছেন তিনি? নাকি ১২ বছর উপলক্ষেই ফ্যানদের সঙ্গে কোনও বিশেষ মুহূর্তে শেয়ার করতে চলেছেন তিনি? ১৫ই আগস্ট কী বিশাল ঘোষণা করতে চলেছেন তিনি একজন তারই অপেক্ষা।

অনুরাগীদের বেশিরভাগই আন্দাজ করে নিচ্ছেন নিজে মত করে। কেউ বলছেন অপেক্ষায় রইলাম, আবার কেউ বলছেন, তুমি কি বিয়ে করছ? উদগ্রীব হয়েই বসে আছেন অনুরাগীরা।

tollywood Entertainment News Ankush Hazra