scorecardresearch

নেই রোজগার, পেট চালাতে সৌরভের কাছে কাজ চাইলেন অঙ্কুশ!

‘দাদাগিরি’র মঞ্চে সৌরভকে কী বললেন টলিউড অভিনেতা অঙ্কুশ?

Ankush Hazra, Sourav Ganguly, Ankush in Dadagiri, Dadagiri, অঙ্কুশ, সৌরভ গঙ্গোপাধ্যায়, দাদাগিরি, bengali news today
'দাদাগিরি'র মঞ্চে সৌরভের মুখোমুখি অঙ্কুশ

“পেট চালানোর জন্য মানুষটাকে কত অনুরোধ করলাম…” বলছেন অঙ্কুশ (Ankush Hazra)। রোজগার নেই! কাতর আর্জি জানিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে গম্ভীর কথোপকথনে মগ্ন টলিউড অভিনেতা। কী হয়েছে? সত্যিই কি সমস্যায় পড়েছেন তিনি? ‘দাদাগিরি’র (Dadagiri) মঞ্চে ফুটে উঠল এমনই এক দৃশ্য।

নাহ! বাস্তবে তেমনটা কিছুই হয়নি। একেরপর এক ছবি করে চলেছেন অঙ্কুশ। এই তো পুজোর সময়েও অভিনেতার ছবি FIR মুক্তি পেল। হাতে রয়েছে একাধিক ভাল প্রজেক্ট। কিন্তু তাও কেন দাদার কাছে কাজ চেয়ে বসলেন অভিনেতা? এমন প্রশ্ন তো উঁকি দিতেই পারে মনে। আসলে অঙ্কুশের রসিকতার জুড়িমেলা ভার! সবসময়েই মজাদার পোস্ট-রিলে মাতিয়ে রাখেন অনুরাগীদের। তা ‘দাদাগিরি’র মঞ্চ-ই বা বাদ যায় কেন? সেখানেও দাদার সঙ্গে মজায় মাতলেন অভিনেতা।

[আরও পড়ুন: প্রাণের উৎসবের উপর আক্রমণ! বাংলাদেশে দুর্গাপুজোয় হিংসায় গর্জে উঠলেন পরমব্রত]

সম্প্রতি গোটা FIR টিম নিয়ে বাংলার সবথেকে বড় ক্যুইজ রিয়ালিটি শো ‘দাদাগিরি’তে হাজির হয়েছিলেন অঙ্কুশ। সেখানেই মজার ছলে কথোপকথনে মাতলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা শোয়ের সঞ্চালক সৌরভের সঙ্গে। এমনকী, শো সঞ্চালনার দায়িত্ব যদি সৌরভ তাঁকে দেন, তাহলেও দু-পয়সা রোজগার হতে পারে বলে মন্তব্য করেন। আর পুরো বিষয়টাই রসিকতার ছলে।

আর সেই মুহূর্তের ছবি নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। পুজো স্পেশ্যাল সেই পর্বে অঙ্কুশ ছাড়াও দেখা গেল অনির্বাণ চক্রবর্তীকে। সৌরভ-অঙ্কুশের রসিকতার সাক্ষী থাকতে গেলে শনিবার রাত সাড়ে ৯টায় চোখ রাখুন জি বাংলার পর্দায় ‘দাদাগিরি’তে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Actor ankush hazras hilarious conversation with sourav ganguly in dadagir