চর্চায় ছিলেন নিজের ডিভোর্স নিয়ে। এবং, সেই গল্পে দুই তারকাই যেন কেলেঙ্কারির মুখে পড়েছিলেন। সারা বিশ্বে তাঁদের বিবাহ-বিচ্ছেদ নিয়ে আলোচনা হয়। আর, এবারই হাত ছাড়লেন কাছের মানুষ। চলে গেলেন অভিনেতার মা। ভীষণ মাত্রায় ভেঙ্গে পড়লেন অভিনেতা। কী প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি?
প্রসঙ্গে কিংবদন্তি অভিনেতা ব্র্যাড পিট এবং তাঁর মা। অভিনেতা মা-কে হারিয়ে শোকে কাতর। পরিবারকে সাধারণত এদিকওদিক নানা অনুষ্ঠানে তিনি নিয়ে যেতেন। তবে, এবার... মাকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। কিন্তু কী হয়েছিল তাঁর? কী জানা যাচ্ছে? ব্র্যাড পিটের মা জেনের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা। ঠিক কী কারণে তিনি চলে গেলেন সেকথা জানা যায়নি।
বরং, তাঁর নাতনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সিডনি পিট কী লিখছেন সমাজ মাধ্যমে? ঠাকুমার পুরনো দিনের দারুণ সব ছবি শেয়ার করে তিনি লিখছেন নানা কথা। তাঁর সঙ্গে ঠাকুমার বন্ধুত্ব ছিল দারুণ। শুধু তাই নয়, ঠাকুমা তাঁর জীবনে শিক্ষক ছিলেন। কী লিখছেন সিডনি? তিনি বলছেন...
"তিনি আমাকে শিখিয়েছেন কীভাবে ছবি আঁকতে হয়, কীভাবে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হয়, কীভাবে সহানুভূতির সঙ্গে নেতৃত্ব দিতে হয়। জীবনের প্রতিটি ধাপে যীশুকে ভালোবাসতে এবং ছোট ছোট মুহূর্তেও সুখ খুঁজে পেতে হয় - সেটাও তিনিই শিখিয়েছেন। আমাদের হাসানোর জন্য তিনি মজার ও অদ্ভুত খেলা তৈরি করতেন। ন্যায্যতা, অন্যদের আগে ভাবা, এবং সঠিক কাজটি করার বিশ্বাসে তিনি দৃঢ় ছিলেন।" সিডনি আরও লেখেন, "আমরা সবমিলিয়ে ১৪ জন নাতি-নাতনি। তিনিও আমাদের সঙ্গে সবসময় তাল মিলিয়ে চলতেন, একটুও ক্লান্তি ছিল না তাঁর। ভালোবাসার কোনো সীমা ছিল না। যেই তাঁর সংস্পর্শে এসেছেন, সেই ভালবাসাটা স্পষ্টভাবে অনুভব করেছেন।"
যদিও, অভিনেতা এই নিয়ে কোনও বিবৃতি দেননি। তবে, তাঁর পরিবারের তরফে শোকপ্রকাশ করে বলা হয়েছে, তাঁরা এখনও তাঁকে ছেড়ে দিতে রাজি নয়। এই দুঃখ এবং চলে যাওয়া তাঁরা মেনে নিতে পারছেন না। এবং, ভীষণ শোকে অভিনেতার পরিবার। কিন্তু, অভিনেতা যে তাঁর মায়ের খুব কাছের ছিলেন, সেকথা নানা শোয়ে বারবার প্রমাণ পেয়েছে। সকালে একবার অন্তত মায়ের সঙ্গে দেখা করতেন। ছেলের নানা ছবির রেড কার্পেটে দেখা যেত তাঁদের।