অভিনেতা গুরমিত চৌধুরী ও দেবিনা ব্যানার্জি টেলিভিশনের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম। সম্প্রতি তারা কালার্স টিভির রিয়েলিটি শো ‘পতি, পত্নী অউর পাঙ্গা’-র মাধ্যমে বহু বছর পর আবার একসঙ্গে ছোটপর্দায় ফিরেছেন। শোয়ের শুরুতেই তারা শেয়ার করেছেন তাদের প্রেম, বিয়ে ও বাবা-মা হওয়ার নানা গল্প।
দেবিনা জানান, রামায়ণ ধারাবাহিকে একসঙ্গে কাজ শুরুর আগেই তারা প্রেমে পড়েন। গুরমিত বলেন, "২০০৬ সালে, যখন আমরা মাত্র ১৯ বছরের, আমরা গোপনে বিয়ে করি। যদিও আমাদের সকলকে নিয়ে বিয়ে হয় ২০১১ সালে। তাই পরের বছর আমাদের ২০তম বিবাহবার্ষিকী পালন করা হবে।" দেবিনা বলেন, "আমরা খুব অল্প বয়সে ঝুঁকি নিয়ে একসঙ্গে পথচলা শুরু করি এবং সেটা আমাদের জন্য সফল হয়েছে।"
Dhumketu vs War 2: বাংলায় ব্রাত্য বাংলা ছবি? 'ওয়ার-২' এর কোপে কি 'ধু…
গোপনে বিয়ে ও জীবন সংগ্রাম নিয়ে গুরমিত জানান, "আমি সবসময় সোলমেট কনসেপ্টে বিশ্বাস করি। আমরা ফিল্মি কায়দায় বিয়ে করেছি, বাড়ি থেকে পালিয়ে। কেউ জানত না। তবে আমি কাউকে এই পথ অনুসরণ করতে বলবো না। এটা কঠিন, ভাগ্য আমাদের পাশে ছিল বলেই টিকে গেছি।" তিনি আরও বলেন, "আমি যখন কাজ পেতাম না, তখন দেবিনা পরিশ্রম করে, কাজ করে, আমাদের সংসার চালিয়েছেন। তার জন্যই আজকের আমি।”
এখন এই দম্পতি দুই কন্যা লিয়ানা ও দিভিশার গর্বিত বাবা-মা। দেবিনা বলেন, “বাবা-মা হিসেবেও আমরা সময়ের সঙ্গে বেড়ে উঠেছি।” অন্যদিকে গুরমিত বলেন, "দেবিনা এখন যেমনভাবে সন্তানদের সামলাচ্ছে, তাতে তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়েছে।" যদিও, গুরমীত মাঝে বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন, কিন্তু এখন তাঁকে বেশি মিউজিক ভিডিও বা সিরিজে দেখা যায় বেশি।