/indian-express-bangla/media/media_files/2025/04/13/LodnkhJWrd7Wg5ibkvVE.jpg)
সত্যিই অসুস্থ তিনি? Photograph: (Instagram)
প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, যিনি শীঘ্রই ৯০ বছরে পা রাখবেন, সম্প্রতি, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের শুরুতেই ধর্মেন্দ্র কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে চোখের গ্রাফট সার্জারি করিয়েছিলেন। সেই সময় তাঁকে ডান চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতাল থেকে বের হতে দেখা যায়, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছিল।
ভিডিওটি দেখে হাজার হাজার ভক্ত এবং বলিউড তারকারা তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানান। সেই সময় ধর্মেন্দ্র সকলকে আশ্বস্ত করে বলেন, “আমি এখনও অনেক শক্তিশালী। এখনও অনেক দম আছে আমার মধ্যে। অপারেশন হয়েছে, কিন্তু আমি ভালো আছি। আমার ভক্তদের জন্য সবসময় ভালোবাসা রইল।”
Tollywood: ঐতিহাসিক মুহূর্ত টলিউডে! 'পেছনে ওটা কে?' হইহই নেটপাড়ায়
এদিকে বর্ষীয়ান অভিনেতা এবার হাসপাতালে ভর্তি হতেই উদ্বিগ্ন ভক্তরা। কী হল তাঁর? এমনটাই প্রশ্ন তাঁদের। তাঁর টিম কী জানিয়েছে? কী এমন হয়েছে তাঁর? তারা জানিয়েছেন, এই ভর্তি হওয়া কোনও জরুরি চিকিৎসা পরিস্থিতি নয়; বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু সাধারণ চিকিৎসার জন্যই তাঁর হাসপাতালে যাওয়া।
দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "এটি সম্পূর্ণ রুটিন চেকআপ। প্রয়োজনীয় কিছু মেডিকেল পরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি রয়েছেন।" অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানায়, তাঁর স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল এবং উদ্বেগের কোনও কারণ নেই।
হ্যালোইনে ধীরের ব্যোমকেশ রূপ- বাবার পথেই ছোট গোয়েন্দা?
সরলতা এবং অকৃত্রিম আচরণের জন্য দীর্ঘদিন ধরেই দর্শকদের মন জয় করে আসছেন এই কিংবদন্তি অভিনেতা। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাথর’–সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে তাঁর স্মরণীয় অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। বয়সের ভার থাকা সত্ত্বেও তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মাঝে মাঝে তাঁর ফিটনেস রুটিন ও জীবন দর্শন-ও শেয়ার করেন, যা তাঁর ভক্তদের অনুপ্রাণিত করে।
আগামীতে ধর্মেন্দ্রকে দেখা যাবে 'ইক্কিস' ছবিতে, যা ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধের নায়ক পিভিসি অরুণ খেতারপালের জীবনী অবলম্বনে নির্মিত। ভক্তরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন, সেই চিরচেনা শক্তি এবং সৌন্দর্য নিয়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us