Asrani Passed Away: মৃত্যুর আগের শেষ ভিডিও ভাইরাল, আসরানির নীরবে চলে যাওয়াকে সমর্থন করেই বড় দাবি অভিনেতার

খবরে জানা গেছে, আসরানি চেয়েছিলেন তাঁর শেষকৃত্য যেন নীরবে ও গোপনে সম্পন্ন হয়। অভিনেতা আন্নু কাপুর সেই প্রসঙ্গে আবেগঘন মন্তব্যে বলেন, “উনার এই ইচ্ছা..."

খবরে জানা গেছে, আসরানি চেয়েছিলেন তাঁর শেষকৃত্য যেন নীরবে ও গোপনে সম্পন্ন হয়। অভিনেতা আন্নু কাপুর সেই প্রসঙ্গে আবেগঘন মন্তব্যে বলেন, “উনার এই ইচ্ছা..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asrani-725ad5cf-0e69-4779-ad17-89fb3244b9b-resize-750

তাঁর শেষ ভিডিও ভাইরাল

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি সবার কাছে আসরানি নামেই পরিচিত, দীর্ঘ অসুস্থতার পর ২০ অক্টোবর পাড়ি দিয়েছেন না ফেরার । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুর মাত্র দশ দিন আগে তোলা একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে। এই প্রবীণ অভিনেতা এক অনুষ্ঠানে গান শুনে আনন্দে নাচছেন ও জীবন উপভোগ করছেন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, আসরানি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে। পাশে দাঁড়িয়ে গায়িকা পিঙ্কি মৈদাসানি–র পরিবেশনায় তালে তালে নাচছেন। গায়িকা নিজেই ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লিখেছেন... “মাত্র ১০ দিন আগে, তাঁর শেষ অনুষ্ঠান। মঞ্চে উঠে সিন্ধি গানে নেচেছিলেন তিনি। কী পরিপূর্ণ জীবন কাটালেন- একজন সত্যিকারের শিল্পীর মতো। আমাদের প্রিয় কিংবদন্তি, আসরানি সাহেব।” 

যৌন নির্যাতনের শিকার অভিনেতা, ভাগ করে নিলেন ভয়ঙ্কর স্মৃতি

১৯৪০ সালের ১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে এক মধ্যবিত্ত সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন আসরানি। তাঁর বাবা ছিলেন কার্পেট ব্যবসায়ী, কিন্তু ছোটবেলা থেকেই আসরানির আগ্রহ ছিল অভিনয়ের জগতে। সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি রাজস্থান কলেজ থেকে স্নাতক হন। পড়াশোনার খরচ চালাতে তিনি অল ইন্ডিয়া রেডিও–তে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেন।

Advertisment

১৯৬০ সালে সাহিত্যিক কালভাই ঠাক্কর–এর অনুপ্রেরণায় অভিনয়ের পথে যাত্রা শুরু করেন তিনি। পরে ১৯৬৪ সালে যোগ দেন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)–তে।
১৯৬৭ সালে ‘হরে কাঞ্চ কি চুড়িয়া’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আসরানি, যেখানে তিনি অভিনেতা বিশ্বজিতের বন্ধুর চরিত্রে অভিনয় করেন।

Ek Deewane Ki Deewaniyat: প্রথম দিনের কালেকশনে বাজিমাত, হর্ষবর্ধনের 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত' টেক্কা দিল সানি-অক্ষয়ের ছবিকে...

খবরে জানা গেছে, আসরানি চেয়েছিলেন তাঁর শেষকৃত্য যেন নীরবে ও গোপনে সম্পন্ন হয়। অভিনেতা আন্নু কাপুর সেই প্রসঙ্গে আবেগঘন মন্তব্যে বলেন, “উনার এই ইচ্ছা আমাকে অনুপ্রাণিত করেছে। আমিও চাই, যখন এই পৃথিবী নামের হোটেল থেকে চেক আউট করব, তখন যেন কারও উৎসব বা জাতীয় দিনে কোনও বিরক্তি না হয়। সব কিছু হোক নিরব, শান্তভাবে।” অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে, যেখানে পরিবারের সদস্যরা উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান।

Govardhan Asrani Bollywood Actor Entertainment News Today