Ek Deewane Ki Deewaniyat: প্রথম দিনের কালেকশনে বাজিমাত, হর্ষবর্ধনের 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত' টেক্কা দিল সানি-অক্ষয়ের ছবিকে...

যেখানে প্রতিদ্বন্দ্বী ‘থাম্মা’ প্রায় ৫৭০০টির বেশি শো পেয়েছিল। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘থাম্মা’ প্রথম দিনেই ২৪ কোটি টাকার আয় করে দাপট দেখিয়েছে।

যেখানে প্রতিদ্বন্দ্বী ‘থাম্মা’ প্রায় ৫৭০০টির বেশি শো পেয়েছিল। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘থাম্মা’ প্রথম দিনেই ২৪ কোটি টাকার আয় করে দাপট দেখিয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ek-deewane-ki-diwaniyat

কত অ্যায় করল এই ছবি?

Ek Deewane Ki Deewaniyat: হর্ষবর্ধন রানে এবং সোনম বাজওয়া অভিনীত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ মঙ্গলবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর সঙ্গে সবচেয়ে বড় রিলিজ ‘থাম্মা’রয়েছে। মিলাপ জাভেরি পরিচালিত এই রোমান্টিক ড্রামা সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে প্রথম দিন ভাল অ্যায় করেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দিনেই ৯ কোটি টাকা আয় করেছে।

Advertisment

ছবিটির প্রায় ২৪০০টি শো ছিল, যেখানে প্রতিদ্বন্দ্বী ‘থাম্মা’ প্রায় ৫৭০০টির বেশি শো পেয়েছিল। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘থাম্মা’ প্রথম দিনেই ২৪ কোটি টাকার আয় করে দাপট দেখিয়েছে। তুলনামূলকভাবে কম স্ক্রিন ও প্রমোশন সত্ত্বেও ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ প্রায় ৪০ শতাংশ দর্শক উপস্থিতি অর্জন করেছে। দিল্লি-এনসিআর অঞ্চলে ছবিটি ৪৫ শতাংশ দখল করেছে, আর মুম্বইয়ে প্রায় ৩৭ শতাংশ।

Teji Kahlon: 'এটা শুধু শুরু',গোদারা গ্যাংয়ের গুলিতে জখম পাঞ্জাবি গায়ক!

Advertisment

দীপাবলির ছুটির প্রভাবে কিছু অঞ্চলে ছবিটির দর্শকসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তবে সপ্তাহান্তে ছবিটি গতি পাবে বলে আশা করা হচ্ছে। ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’, দীনেশ ভিজনের ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স এর সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। প্রযোজকরা পর্যাপ্ত স্ক্রিন পাওয়ার জন্য যথেষ্ট লড়াই করেছেন।

প্রথম দিনের এই আয় সানি দেওলের ‘জাট’-এর কাছাকাছি, যা উদ্বোধনী দিনে ৯.৫ কোটি টাকা আয় করেছিল এবং পরবর্তীতে দেশীয় বক্স অফিসে ৮৮ কোটি ছুঁয়েছিল। এছাড়া এটি অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’ (৭.৭৫ কোটি) এবং ম্যাডকের ‘পরম সুন্দরী’ (৭.২৫ কোটি)–র থেকেও এগিয়ে রয়েছে।

Bangladeshi Rockstar James: বয়সকে বুড়ো আঙুল, ৬১-তে ফের বাবা হলেন রকস্টার

প্রচার কার্যক্রম সীমিত থাকলেও, হর্ষবর্ধন রানের আগের হিট ‘সনম তেরি কসম’-এর পুনর্মুক্তির পর তাঁর জনপ্রিয়তা ছবিটিকে বাড়তি গতি দিয়েছে। এখন দেখার বিষয়, সপ্তাহান্তে এই প্রেমকাহিনী দর্শকদের হৃদয় কতটা জয় করতে পারে।

bollywood Harshvardhan Rane Entertainment News Today